১ জানুয়ারি 2026 থেকে এক NID তে ৫টির বেশি সিম নয় ! BTRC সর্বশেষ আপডেট। জেনে নেওয়াটা ভিষন জরুরী।
স্মার্টফোন ও ইন্টারনেটের এই প্রযুক্তি নির্ভর যুগে আমাদের অনেকেরই একাধিক সিম কার্ড ব্যবহারের প্রয়োজন হয়। তবে কিছুদিন ধরেই একটি কথা ভেসে বেড়াচ্ছিলো যে খুব শীঘ্রই একজন আইডিকার্ড এর বিপক্ষে একাধিক সিম ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে চলেছে। এবং অবশেষ সেই গুজবটি সত্যে রুপান্তারিত হতে চললো। একটি এনআইডি (NID) কার্ড দিয়ে কতটি সিম রাখা যাবে, তা নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) নতুন বছরের (২০২৬) শুরুতেই বড় ধরনের পরিবর্তন সিধ্যান্তে আসতে যাচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থা বিটিআরসি এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক তার একটি জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড দিয়ে এখন থেকে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন ও ব্যবহার করতে পারবেন। এর আগে যেই সীমা ছিল ১৫ টিতে। বলা হচ্ছে যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে যমুনা টিভিতেও একটি রিপোর্ট করা হয়েছে। যমুনা টিভির ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
যমুনা টিভির প্রতিবেদন এবং আপডেট তথ্য অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে যে নতুন বছরের প্রথম দিন থেকেই নিচের বর্ণিত তথ্যগুলি কার্যকর হবার সম্ভাবনা রয়েছে।
১. নতুন সিম কেনার নতুন নিয়ম: ১ জানুয়ারি থেকে কোনো গ্রাহক নতুন সিম কিনতে গেলে, যদি তার আইডি কার্ডে আগে থেকেই ৫টি সিম নিবন্ধিত থাকে তবে তিনি আর নতুন কোনো সিম কিনতে পারবেন না।
২. অতিরিক্ত সিম বন্ধ হওয়ার নিয়ম: বর্তমানে যাদের একটি আইডি কার্ডে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে। বিটিআরসি সেই বাড়তি সিমগুলো শনাক্ত করার পর ১০টির বেশি থাকা অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন বা অচল করে দেওয়ার সিধ্যান্ত নিয়েছে। এবং সেটিও এই জানুয়ারী ২০২৬ থেকে কার্য্যকর হতে পারে।
৩. ধাপে ধাপে সংখ্যা কমানোর কৌশল: গোপন খবরে ও জনগনের আলোচনাতে যতটুকু জানা যাচ্ছে যে বিটিআরসির মূল লক্ষ্য হলো সিমের সংখ্যা পর্যায়ক্রমে কমিয়ে মাত্র ৫ টিতে নিয়ে আসা। যাতে প্রতিটি সিমের মালিকানা ও ব্যবহার সঠিকভাবে মনিটর বা ট্রাক করা যায়।
৪। আইওটি (IOT) সিম সম্পর্কে নতুন নিয়ম: এ বিষেয়ে বিটিআরসি জানিয়েছে যে ভয়েস কলবিহীন শুধুমাত্র ডেটা ব্যবহারের জন্য আইওটি সিম খুব শীঘ্রই আলাদাভাবে বাজারে ছাড়া হচ্ছে। ব্যক্তিগত ব্যবহারে থাকা ৫টি সিমের বাইরেও একজন ব্যবহারকারী আইওটি সিম রেজিস্টার করে রাখতে পারবে।
আপনার নামে মোট কয়টি সিম রেজিস্টার আছে তা এখুনি জেনে নিন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিন।
প্রথমেই বলে নিই যে বিষয়টি খুবই গরুত্বপূর্ণ তাই এড়িয়ে যাবেন না। আপনার নিজে ব্যবহারের পাশাপাশি এমনও হতে পারে যে আপনার অজান্তেই অন্য কেও আপনার এনআইডি নাম্বার দিয়ে সিম তুলে ব্যবহার করছে। সেক্ষেত্রে আপনার নিজের ব্যবহার করা আসল সিমটি বন্ধ হয়ে গেলো। তাহলে অনাকাংখিত ঝামেলায় পড়ে যাবেন। এক্ষেত্রে আপনার উচিৎ হবে এখুনি পরিক্ষা করে নেওয়া। বেশ কয়েকটি মাধ্যমে আপনি এই বিষয়টি চেক করতে পারেন। নিচে একে একে উল্লেখ করছি।
সিম চেক করার প্রথম পদ্ধতী:
আপনি যদি একজন স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনার সিম কোম্পানীর এপ এর মধ্যে সিম চেক করার অপশন পেয়ে যাবেন। যেমন,
এয়ারটেল এপের মেন্যুতে গেলে “আমার সিমগুলো বা My SIMs” নামে অপশন পাবেন। এবং এখান থেকে সবগুলি সিম দেখে নিতে পারবেন।
গ্রামীনফোন এপের Services মেন্যুতে গেলে “আমার সিমগুলো বা My SIMs” নামে অপশন পাবেন। এবং এখান থেকেও সবগুলি সিম দেখে নিতে পারবেন।
এভাবে প্রায় প্রতিটি সিম কোম্পানীর এপের মধ্যেই চেক করার অপশন দেওয়া আছে। আপনার এপের মধ্যে খুজে না পেলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
সিম চেক করার দ্বিতীয় পদ্ধতী:
- আপনার মোবাইলের ডায়ালপ্যাড থেকে সেন্ড করুন:
*16001# - পরবর্তী অপশনে আপনার এনআইডি কার্ডের শেষ ৪টি নাম্বার দিন।
- কিছুক্ষনের মধ্যেই ফিরতি মেসেজে আপনার নামে নিবন্ধিত সকল সিমের নম্বরগুলি চলে আসবে।
জরুরী পরামর্শ: ইতিমধ্যেই আপনার কাছে যদি ১০ টির বেশি সিম থাকে এবং তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ নম্বর থাকে যেটি আপনার খুব পছন্দের বা কাজের তবে বিটিআরসির এই নতুন সিদ্ধান্ত কার্যকর করার আগেই অতিরিক্ত নম্বরগুলো নিকটস্থ কাস্টমার কেয়ারে যেয়ে বন্ধ করে দিন। অন্যথায় বিটিআরসির নিয়মানুযায়ী আপনার পছন্দের কোনো নম্বর অনাকাংখিতভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
বিশেষ সতর্কতা: এই পোষ্টটি সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথ্য ও সংবাদ প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। যেকোনো সময় বিটিআরসির নতুন নিয়ম বা পরিবর্তন আসতে পারে। তবে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেস্টা করবো।
BTRC এর এই নতুন নিয়মটি আপনার কাছে কেমন মনে হয়, এতে কি আসলেই জনগন উপকৃত হবে না আরও ক্ষতিগ্রস্থ হবে বলে আপনি মনে করেন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন।




BTRC এর এই নতুন নিয়মটি আমার কাছে মোটেও ভালো মনে হয়নি, এতে জনগন উপকৃত হবে না, আরও ক্ষতিগ্রস্থ হবে বলে আমি মনে করি। দশটি পর্যন্ত ঠিক আছে এর বেশি কমানো মনে হয় না কারো জন্য ভালো হবে। শুধু শুধু সাধারণ মানুষের হয়রানি এবং ক্ষতি।