Best crypto mining project for august 2025

Top 10 Mining Airdrop for August 2025

ক্রিপ্টোকারেন্সির জগতে এয়ারড্রপ হলো বিনামূল্যে টোকেন পাওয়ার একটি দুর্দান্ত উপায়। বিভিন্ন প্রকার ফ্রি এয়ারড্রপ প্রজেক্টগুলোতে অংশ নিয়ে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ক্রিপ্টো টোকেন সংগ্রহ করতে পারেন, যা নির্দিস্ট সময় শেষে লিষ্টিং হলে বিক্রয় করে টাকা পকেটে নিতে পারবেন। আজকে আমি আপনাদের জন্য চলমান এবং সামনের আগষ্ট ২০২৫ মাসটি উপলক্ষে সেরা ১০ টি মাইনিং এয়ারড্রপ প্রজেক্টের তালিকা পেশ করছি। একান্ত যারা শুধু ভাল প্রজেক্টে কাজ করতে চান তাদের জন্য পোষ্টটি আশাকরি ভিষন উপকারী হবে।

1. Pi Network: পাই নেটওয়ার্ক একটি মোবাইল-ভিত্তিক ক্রিপ্টো মাইনিং অ্যাপ, যেটি মোবাইল ভিত্তিক ক্রিপ্টো মাইনিং এর গুরু বলা চলে। এটার সম্পর্কে আর বিশেষ কিছু বলার নাই। যে কোন ব্রাউজারে বা গুগলে সার্চ করলে এর ইতিহাস পড়ে শেষ করতে পারবেন না। যদিও বয়সের দিক থেকে পাই নেটওয়ার্ক ৬ টি বছর পার করে ফেলেছে তবুও এখনও ফ্রি কয়েন ইনকামের সুযোগ রয়েছে। তাই আপনি পূর্বে জয়েন না হয়ে থাকলে দেরী না করে দ্রুত জয়েন হয়ে নিয়ে এখনও সম্পূর্ণ ফ্রি তেই এয়ারড্রপ গ্রহন করতে পারেন।

2. Hot Protocol: হট প্রটোকল বিা হট মাইনিং নিয়ার ব্লকচেইনের অন্যতম একটি ওয়েব থ্রী ওয়ালেট এপ। সর্ব প্রথম এই প্রজেক্ট ই প্রকৃত Web3 Wallet এর যাত্রা ও ব্যবহার শুরু করেছে। এবং তাদের সেই উদ্ভাবনীতে সরাসরি বাইনান্স ও জড়িত রয়েছে। তাই এয়ারড্রপ লিষ্টিং এ সরাসরি বাইনান্স এর সাথে থাকার বিষয়টিও ধারনা করা যাচ্ছে। পাই নেটওয়ার্কের পরে দামী কোন প্রজেক্ট থাকলে এক কথায় সেটি হচ্ছে হট মাইনিং। এখনও মাইনিং চলছে। শুরু না করে থাকলে দ্রুত জয়েন হয়ে কাজ শুরু করে দিন।

3. INTERLINK (ITLG): INTERLINK ID একটি ডিসেন্ট্রালাইজড আইডেন্টিটি-ভিত্তিক প্রজেক্ট। সরাসরি ফেস ভেরিফায়ের মাধ্যমে একজন ব্যবহারকারীকে ব্লকচেইনে অন্তর্ভুক্ত করে। তাদের নিজস্ব এপের মধ্যে ৪ ঘন্টা পরপর তাদের ITLG টোকেন রিসিভ করার সুযোগ পাবেন। ভয়ের কোন কারণ নেই, সম্পূর্ণ ফ্রি পদ্ধতী এবং মাত্র কয়েক সেকেন্ডর ব্যপার । ভবিষ্যতে এই প্রজেক্টটি পাই নেটওয়ার্কের মত স্ট্রং হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তারা গুগলের সাথেও পার্টনারশীপ করে নিয়েছে, যা অত্যন্ত ভাল একটি দিক। যারা এখনও কাজ করছেন না দ্রুত জয়েন হয়ে নিন।

4. WizoLayer: ওয়াইজো লেয়ার একটি লেয়ার টু ভিত্তিক মাইনিং প্রজেক্ট। বিভিন্ন প্রকার সোস্যাল টাস্ক ও ওয়েব এপ ভিত্তিক মাইনিং সার্ভিসের মাধ্যমে তাদের নেটিভ টোকেন অর্জনের সুবিধা দিয়ে থাকে। ইতিমধ্যে তারা অনেক বড় বড় প্রজেক্টের সাথে একের পর এক পার্টনারশীপ অর্জন করে যাচ্ছে। প্রজেক্টটি ভবিষ্যতে ভাল হবার সম্ভাবনা খুবই বেশী।

5. Orochi (ON): Orochi একটি ব্লকচেইন-ভিত্তিক প্রজেক্ট, যা গেমিং এবং NFT-এর সাথে সম্পর্কিত। ওয়েব ব্রাউজার ভিত্তিক ক্লাউড মাইনিং সার্ভিসের মাধ্যমে তাদের নেটিভ টোকেন অর্জনের সুবিধা দিয়ে যাচ্ছে। বর্তমানে যদিও এটি প্রায় শেষের দিকে তবু যারা ভাল প্রজেক্টে কাজ করতে চান তাদের জন্য এই প্রজেক্ট টিও অন্যতম। তবে এই প্রজেক্টে সবচেয়ে ভাল কাজ করতে পারবেন যদি আপনার কাছে পিসি বা ল্যাপটপ থাকে।

6. PiNetbook: পাই নেটবুক পাই নেটওয়ার্ক ব্লকচেইনের সাথে সম্পর্কিত একটি প্রজেক্ট। যারা বিশ্বাস করেন যে পাই নেটওয়ার্ক ভবিষ্যতে উপড়ে যাবে বা খুবই ভাল করবে তারা, পাই কয়েনের পাশাপাশি পাই নেটবুকের PNB টোকেনটি ও মাইনিং করতে পারেন।

7. Datagram (PC NODE): Datagram একটি Computer Node কম্পিউটার নোড-ভিত্তিক মাইনিং প্রজেক্ট, যেখানে আপনি PC বা ল্যাপটপ ব্যবহার করে নোড সফটয়্যার চালিয়ে টোকেন ইনকাম করতে পারেন। যাদের বাসায় কম্পিউটার বা ল্যাপটপ আছে এবং কিছু না করে খুব সহজে অনলাইন ইনকাম করতে চান তারা এই প্রজেক্টে জয়েন হতে পারেন।


8. TELTLK (TLK): TELTLK একটি ক্রিপ্টো ভিত্তিক মানি ট্রান্সফার প্রজেক্ট। তাদের নিজস্ব ভিসা ও মাস্টার কাডের মাধ্যমে সারা দুনিয়ায় তারা অনলাইন শপিং সার্ভিস পরিচালিত করে থাকে। ইতিমধ্যে তারা পাই কয়েনকে তাদের কাডে পেমেন্ট সিস্টেম হিসাবের যুক্ত করার কাজ করে যাচ্ছে। পাই কয়েন মাইনিং করার পাশাপাশি তাদের ন্যাটিভ টোকেনও মাইনিং করতে পারেন।

9. Like Token Mining: লাইক টোকেন মাইনিং VLY ওয়ালেটের একটি বিল্ট ইন মাইনিং সিষ্টেম। যেখানে ইউজার তাদের ওয়ালেট ব্যবহার করার পাশাপাশি তাদের নিজস্ব টোকেন “LIKE” মাইনিং করতে পারছে। এই প্রথম তারা ক্রিপ্টা এড্রেসের পাশাপাশি এক্স প্রোফাইল বা ফোন নাম্বারের মাধ্যমে পেমেন্ট সিস্টেম নিয়ে এসেছে। ভবিষ্যতে এখানে থেকেও ভাল একটা আর্নিং এর সুযোগ তৈরী হতে পারে।

10. *** : যদিও অনেকগুলি প্রজেক্টে আমরা কাজ করছি তবুও তালিকার ১০ নাম্বারে স্থান দেবার মত প্রজেক্ট আমাদের হাতে নেই। ভাল কোন প্রজেক্ট পাওয়া মাত্র আমরা লিষ্টে যুক্ত করে দিবো।


এই ১০টি এয়ারড্রপ প্রজেক্ট আপনার ক্রিপ্টো পোর্টফোলিও সৃষ্টি করতে পারেন। বিশেষ করে যদি সম্পূর্ণ ফ্রি তে অনলাইন ইনকাম করতে চান। শুরুতে আপনি কেবল ভাল প্রজেক্টগুলিতে কাজ করার চেষ্টা করবেন পাশাপাশি বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে কাজ শেখার চেষ্টা করবেন। আজকের পোষ্ট টি আপনার কাজে দিলে নিচে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *