Datahive Ai Earning App

DataHive AI ঘুমিয়ে থেকেও অটো ইনকাম হবে এবার!

ডাটাহাইভ এআই (DataHive AI): কোন কিছু না করে ঘুমিয়ে থেকেও ইন্টারনেটে ইনকাম করার জন্য এক নতুন রাস্তা। আপনি আপনার দৈনন্দিরন জীবনের সাধারন কাজগুলিই করে যাবেন কিন্ত পাশাপাশি অটো আপনার ইনকাম হতে থাকবে। হ্য সত্যি বলছি, সিম্পলি ব্রাউজ করুন, ডেটা শেয়ার করুন বিনিময়ে অটো ভাবে ফ্রিতে ক্রিপ্টো আয় করতে থাকুন।

আজকের দিনে এআই প্রযুক্তির দ্রুত প্রসার হচ্ছে। কিন্তু এই আধুনিক এআই মডেলগুলোকে ট্রেন করার জন্য দরকার বিশাল পরিমাণে রিয়েল-টাইম ডেটা। চিন্তার বিষয় হচ্ছে এত ডেটা কোথা থেকে আসবে? সেই সমস্যার সমাধানেই DataHive AI সম্পূর্ণ নতুন ধরনের প্রযুক্তি ডিসেন্ট্রালাইজড ডেটা নেটওয়ার্ক নিয়ে আসলো যার ভিত্তি স্থাপনা করা হয়েছে Solana ব্লকচেইনে। DataHive প্লাটফর্মে আপনার কাজ হচ্ছে একটি নিবন্ধন করা শুধু। ব্যস এবার আপনি অনলাইনে যাই করেন না কেন সেখান থেকে অটো ডাটা সেভিংস এর মাধ্যমে সকল ইউজারদের রিওয়ার্ড জেনারেট হতে থাকবে।

বিয়টিকে যদি আরও একটু সহজ করে বলি, আপনি সাধারণ দিনের মত ইন্টারনেট ব্রাউজ করবেন, যেমন মেইলে ঢুকলেন, মার্কেটে ঢুকলেন, কোন প্রোডাক্ট দেখলেন, কোন ভিডিও দেখলেন, কোন ‍কিছু সার্চ করলেন এরকম সকল প্রকার অনলাইন একটিভিটির কারণে আপনি ইনকাম পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। যেই পয়েন্টগুলি ভবিষ্যতে ফ্রি ক্রিপ্টোতে রুপান্তরিত হবে এবং সেগুলি সেল করে সরাসরি টাকা করতে পারবেন।

আপনি যদি এই ধরনের কাজের বেলাতে একেবারে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা বিষয় মাথায় নিবেন। এই ধরনের এয়ারড্রপ একটি সময় সাপেক্ষ বিষয়। আপনি আজকে জয়েন করে কালকেই পেমেন্ট নিতে পারবেন না। সম্পূর্ণ প্রসেসে একটি রোডম্যাপ ফলো করা হয়। এবং ধাপে ধাপে রিওয়ার্ড এর প্রক্রিয়া শেষ করা হয়। সুতরাং কাজ শুরুর আগেই আপনাকে নিশ্চিত করলাম।

  1. রেজিস্টার লিংক ফলো করে আপনার ইমেইল দিয়ে সাইনআপন সম্পন্ন করুন।
  2. ক্রোম এক্সটেনশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করুন ।
  3. অনলাইনে একটিভ থাকুন বা যা খুশি ব্রাউজ করুন।
  4. আপনার ডেটা এনক্রিপ্টেড হয়ে DataHive নেটওয়ার্কে জমা হতে থাকবে।
  5. প্রতিটি মুহুর্তে আপনার ড্যাশবোর্ডে Hive Points পৌছাতে থাকবে।
  6. পয়েন্টগুলো ভবিষ্যতে ক্রিপ্টো টোকেনে কনভার্ট করে উইথড্র করতে পারবেন।
  • খুব শীঘ্রই OptimAi সহ আরও বড় কয়েকটি ডাটা নেটওয়ার্কের মত বা তারচেয়ে শক্তিশালী প্রজেক্ট হবার সম্ভাবনা রয়েছে।
  • এই মুহুর্ত পর্যন্ত ৬০,০০০+ অ্যাকটিভ ইউজার এই নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
  • $৩.৫ মিলিয়ন ডলার সিড ফান্ডিং সংগৃহিত হয়েছে। উল্লেখযোগ্য বিনিয়োগকারীরা হচ্ছে Solana Ventures, Spartan Group সহ আরও অনেক বড় বড় কোম্পানী।
  • এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের কাছে বিক্রি হচ্ছে প্রিমিয়াম ডেটাসেট (যেমন: আমাজন রিভিউ ডেটা, ইউটিউব-টিকটক মেটাডেটা) ইত্যাদী।

ডাটা হাইভ নেটওয়ার্কের সবেচেয় আকর্ষনীয় দিকটি হচ্ছে রেফারেল প্রোগ্রাম পদ্ধতী। এখানে আপনি চাইলে আপনার টিমের মাধ্যমে অনেক বেশী বাড়তী পয়েন্ট অর্জন করতে পারবেন। ডাটা হাইভ এ আই প্রজেক্টটিতে ৩ টি স্তরের ফ্রি রেফারেল সিস্টেম রয়েছে।

  • সরাসরি রেফারেল এ ২০% এক্সট্রা রিওয়ার্ড পয়েন্ট আপনার একাউন্টে যোগ হতে থাকবে।
  • দ্বিতীয় ইনভাইট এ ১০% এক্সট্রা রিওয়ার্ড পয়েন্ট ও
  • তৃতিয় লেভেল এ ৫% করে এক্সট্রা রিওয়ার্ড পয়েন্ট পেতে থাকবেন।

সুতরাং সহজ ভাষায় যদি বলি আপনি যত বেশি ইনভাইট করে নেটওয়ার্কে যোগদান করাতে পারবেন ততবেশী অটোমেটিক ইনকাম আপনার ওয়োলেটে জমা হতেই থাকবে। ঘুমিয়ে থাকবেন তুব ইনকাম বন্ধ হবে না আপনার। সেটাও আবার সম্পূর্ণ ফ্রি তে।

ডেটা সংগ্রহ বা মুজদ হচ্ছে আধুনিক বিশ্বের তৈলের খনির মত । যার কাছে যত বেশী এই ডাটা তেল থাকবে সেই হকে নতুন এআই জগতের রাজা। গুগল-ফেসবুক এরাও কিন্ত আপনার ডেটা ব্যবহার করে, গোপনে এরা কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছে আর আপনাকে একটা মুরগীর আন্ডাও কিন্ত দেয় না। DataHive সেই গোপন ব্যবসা না করে আপনাকে পেমেন্ট দিবে, অবশ্যই এটি আকর্ষনীয় ব্যপার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *