Upcoming New Smartphones January 2026.JPG

NEW Smartphones January 2026

হ্যালো বন্ধুরা, আশাকরি সবাই ভাল আছেন। নতুন বছরে স্মার্টফোনের নতুন খবর নিয়ে আজকের ব্লগ পোস্ট। ২০২৫ শেষ হয়ে ২০২৬ এর জানুয়ারি মাসে দারুণ দারুণ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। বিশেষ করে ক্যামেরা ফোকাসড আর পারফরম্যান্স ভিত্তিক ফোনগুলো। বন্ধুরা সর্বশেষ পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী সংক্ষেপে নতুন কিছু মডেলের তথ্য নিচে তুলে ধরবো। নতুন ভাবে ফোন কেনার ক্ষেত্রে আজকের লেখাটি একটু হলেও কাজে লাগতে পারে।

  • লঞ্চ: ৬ জানুয়ারি ২০২৬ (ইন্ডিয়ায় কনফার্মড, চায়না থেকে শুরু)।
  • ডিজাইন: পিছনের ক্যামেরা মডিউলটা সত্যিই OnePlus 15-এর মতো স্কয়ার শেপের, কিন্তু ৯০ ডিগ্রি রোটেট করে হরিজন্টাল করা হয়েছে। দেখলে মনে হতে পারে যে কেও যেন ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছে।
  • Realme 16 Pro Processor: MediaTek Dimensity 7300 Max চিপ, 7000 mAh ব্যাটারি, 1.5K 188Hz AMOLED ডিসপ্লে।
  • Realme 16 Pro Plus এ পাওয়া যাবে Snapdragon এর শক্তিশালী চিপ এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স।
  • ক্যামেরা: সামনে ও পেছনের উভয় ক্যামেরাতেই থাকছে ২০০ মেগা পিক্সেল। প্রাইমারি সেন্সর এ পোর্ট্রেট মাস্টার আর Pro+ এ ৫০ MP পেরিস্কোপ ব্যবহার করা হয়েছে।
  • সম্ভাব্য মূল্য: ধারনা করছি ৩০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে।

রিয়েলমি নোটের সিরিজের মধ্যে রিয়ালমি নোট ১৬ প্রো ৫জি হবে ২০২৬ সালের শুরুতে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম। জানা যাচ্ছে যে বাংলাদেশের পাশাপাশি ভারতে ও প্রতিযোগীতা করবে রিয়ালমির নোট সিরিজ। রিয়েলমি ১৬ প্রো ৫জি এবং রিয়েলমি ১৬ প্রো+ ৫জি উভয় মডেলই জাপানি ডিজাইনারের প্লানে ডিজাইন করা হয়েছে। দেখতে পাওয়া যাবে আকর্ষনীয় নিউ লুকে এবং বিভিন্ন কালারে।

  • Turbo 5 রেডমি কোম্পানীর ২০২৬ সালের জন্য একটি নতুন মডেল। আশা করা যাচ্ছে যে ২০২৬ সালের শুরুর দিকেই এটিকে বাজারজাত করা হতে পারে।
  • ফোনটির সবএচয়ে আকর্ষনীয় দিকটি হচ্ছে এর ব্যাটারী। ৯০০০ mAh বিশাল ব্যাটারি ক্ষমতা এটাতে যুক্ত করা হয়েছে। ১০০ ওয়াটের দ্রুতগতীর চার্জিং সিষ্টেম দেওয়া হয়েছে এই শক্তিশালী ব্যাটারীকে ফুল চার্জ করার জন্য।
  • দ্রুত গতীতে পারফম্যান্স দেবার জন্য স্টোরেজে থাকছে ১৬GB RAM। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য সেরা পারফরম্যান্স দিতে সক্ষম হবে এই ফোনটি।
  • Redmi Turbo Price BD: 20,000 থেকে 25,000 এর মধ্যে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

Oppo Reno 15 Pro স্মার্টফোনটি ১৭ নভেম্বর ২০২৫ সনে চায়নাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। ধারনা করা যাচ্ছে যে ২০২৬ সালের জানুয়ারির শুরুর দিকে বাংলাদেশের বাজারে এই মডেলটির দেখা মিলতে পারে।

  • ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন, যা ১.৫কে (1.5K) রেজুলেশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট।
  • প্রসেসর: ব্যবহার করা হয়েছে শক্তিশালী MediaTek Dimensity 8450 (4nm) চিপসেট।
  • ক্যামেরা : ক্যামেরা তে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ।
    • ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাতে।
    • ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (৩.৫x অপটিক্যাল জুম)।
    • আল্ট্রা ওয়াইড লেন্স এ দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ।
  • সেলফি ক্যামেরাতে যোগ করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারি ও চার্জিং এ পাওয়া যাবে ৬,৫০০ mAh বিশাল ব্যাটারি, যা ৮০ ওয়াট তারযুক্ত (Wired) এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং।
  • অপারেটিং সিস্টেম এ রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ColorOS 16।
  • Safety & Protection: IP68/IP69 সার্টিফাইড, অর্থাৎ ধুলো এবং উচ্চচাপের পানির বিরুদ্ধে ভালভাবেই সুরক্ষা দিবে ব্যবহারকারীকে।
  • Oppo Reno Price BD: ২ টি ভেরিয়েন্ট অনুসারে আন্দাজ করা যাচ্ছে যে:
  • ১২/২৫৬ জিবি ভেরিয়েন্ট : সম্ভাব্য দাম ৬০,০০০ – ৬৫,০০০ টাকা।
  • ১৬/৫১২ জিবি ভেরিয়েন্ট: সম্ভাব্য দাম ৭০,০০০ – ৭৫,০০০ টাকা।
  • এই ফোনদুটি জানুয়ারির দিকে মার্কেটে চমক দেখাবে বলে ধারনা করা হচ্ছে।
  • Vivo X300 Ultra তে ব্যবহার করা হয়েছে ২০০ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা। জুম আর ক্লিয়ার শট পাবার জন্য ব্যবহার করা হয়েছে মেইন ও পেরিস্কোপ প্রযুক্তি।
  • Xiaomi 17 Ultra: ২০০ MP ক্যামেরা সাথে পেরিস্কোপ ও Leica টিউনিং প্রযুিক্তি। ইতিপূর্বে আমরা দেখেছি যে ক্যামেরা অ্যালগরিদমে Xiaomi সাধারণত Vivo কোম্পানীর চেয়ে ভাল ভ্যালু দিয়ে থাকে।
  • সত্যি কথা বলতে কেও কারও চেয়ে কমা নয়। ধরতে পারেন যে দুটোই ফ্ল্যাগশিপ কিলার স্মার্ট,ফোন হতে যাচ্ছে বছরের শুরুতেই। যুদিও পেরিস্কোপ প্রযুক্তি জুমের ক্ষেত্রে নতুন রেকর্ড করতে পারে।

মটোরোলা কোম্পানী তাদের ‘এজ’ সিরিজ এর মাধ্যমে ইতিমধ্যে বেশ সারা ফেলেছে। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই আমরা দেখতে চলেছি Motorola Edge 70 Fusion । এই ফোনটি মধ্যম বাজেটের মধ্যেই প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে সক্ষম হবে বলে মনে হচ্ছে। স্পেশালী যারা স্লিম এবং স্টাইলিশ ফোন ব্যবহার করতে খুব পছন্দ করেন তাদের জন্য মটোরোলার এই নতুন মডেলটি বেশ হবে।

Motorola Edge 70 Fusion ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির P-OLED ডিসপ্লে। যাতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। যারফলে একজন ব্যবহারকারী খুব ভালভাবেই স্ক্রলিং বা গেমিং এর মজা নিতে পারবে। এই মডেলটির ডিসপ্লে উজ্জ্বলতাও যথেষ্ট ভালো রাখা হয়েছে আর তাই খুব কড়া রোদে ব্যবহার করলেও স্ক্রিন দেখতে খুব বেশী সমস্যা হবে না।

এবারে আসি প্রসেসরের কথায়: Motorola Edge 70 Fusion ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট। সাধারণ মাল্টিটাস্কিং বা টুকটাক গেমিংয়ের জন্য এটি যথেষ্ঠ শক্তিশালী। সবচেয়ে দামী খবরটি ব্যাটারি। নতুন এই ফোনটি স্লিম থাকা স্বত্বেও ৬০০০ mAh পাওয়ারের ব্যাটারি ক্ষমতা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ৮০ ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে চার্জ করে নেওয়া যাবে খুব তারাতারি।

ওহ্ ভাববেন না, ক্যামেরার কথা ভুলে গেছি। ফটো বা ভিডিও করতে যারা পছন্দ করেন তারা এই ফোনটিতে পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি প্রেমীদের জন্য সামনের ক্যামেরাতে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল এর ক্যামেরা। ন্যাচারাল কালার টোন যারা খুব বেশী পছন্দ করেন মটোরোলা ফোনের এই ক্যামেরা তাদেরই খুবই ভালো লাগবে।

  • অপারেটি সিষ্টেমে ব্যবহার হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন Android 16 এবং মটোরোলার ‘হ্যালো ইউআই’ বেশ ক্লিন ও বিজ্ঞাপনের ঝামেলা মুক্ত।
  • দাম: বাংলাদেশের বাজারে এর দাম আনুমানিক ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার আশেপাশে হতে পারে । তবে ভ্যারিয়েন্ট পার্থক্য অনুযায়ী দামের ভীন্নতা আসতে পারে।

সো বন্ধুরা, আমাদের হিস্টোরীবিডি ওয়েবসাইটে এই প্রথম স্মার্টফোনের উপড়ে একটা পোষ্ট করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বছরে আপনাদের ফোন কেনার প্লান আছে কিনা, কত বাজেটের মধ্যে এবং কোন কোম্পানীর স্মার্টফোন কিনতে চাও সবকিছু কমেন্ট বক্সে ছোট্ট করে জানিয়ে দিতে পারো। আজকের পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *