18,100 mAh এর ব্যাটারি শক্তি নিয়ে নকিয়া ফোনের রাজকীয় প্রত্যাবর্তন:
একটা সময় ছিলো যখন সারা বিশ্বের ফোন জগতে কেবল নকিয়া কোম্পানীর রাজত্ব ছিলো। কিন্ত অনেক বছর পেরিয়ে গেলেও সেই হারিয়ে যাওয়া রাজত্বকে আর ফিরিয়ে আনতে পারেনি তারা। তবে সর্বক্ষণই তারা সেই চেস্টাতে অবিরত আছে। সেই চেষ্টারই ধারাবাহিকতায় এবার বুঝি কাপিয়ে দিতে চলেছে স্মার্টফোন জগতকে। যারা নোকিয়া ফ্যান আছেন তাদের জন্য এই নতুন আপডেটটি হয়ত খুশীর সংবাদ হতে পারে।
নোকিয়া কোম্পানী এবারে 200 মেগা পিক্সেলের ক্যামেরা আর 18,100 mAh ব্যাটারী শক্তির ফোন নিয়ে আসার ঘোষনা দিলো। যা হয়ত ২০২৬ সালের শুরুর দিকে বাজারে আসতে চলেছে। বিষয়টি নোকিয়া কোম্পানী (Nokia Phone) র জন্য দারুন এক পদক্ষেপ। শক্তিশালী প্রসেসর, বিশাল ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা নিয়ে মডেলটির সম্ভাব্য নাম হতে চলেছে Nokia X200 Ultra 5G। নোকিয়ার মার্কেটে অবশ্যই এটি একটি প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। চলুন আরও একটু বিস্তারিত জেনে নিই এই ফোনটির সম্ভাব্য ফিচার ও দাম সম্পর্কে।
Nokia X200 Ultra Display & Design (ডিসপ্লে ও ডিজাইন):
পূর্ব তথ্য অনুসারে ফোনটিতে থাকতে পারে ৬.৯ ইঞ্চির সুপার অ্যামোলড (Super AMOLED) ডিসপ্লে, যাতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটে দ্রুত গতীতে কাজ করা যাবে। ডিসপ্লে নিরাপত্বার জন্য থাকছে Victus Series এর Corning Gorilla Glass 7। নোকিয়া এক্স২০০ আলট্রার ব্যবহৃত প্রিমিয়াম গ্লাস, বডি এবং স্লিম ডিজাইন ফোনটিকে দারুন এক রাজকীয় লুক এনে দিয়েছে।
Nokia X200 Ultra Camera (ক্যামেরা):
নকিয়া ক্যামেরা মানেই আভিজাত্যের ছোয়া। আপনি যে ফোনই ব্যবহার করেন না কেন, আইফোন ক্যামেরা আর নোকিয়া ফোনের ক্যামেরা ব্যবহার না করে থাকলে ক্যামেরা কাকে বলে বুঝে আসবে না। নোকিয়া ফোন ক্যামেরায় জেইস (ZEISS) লেন্স মানেই এক জাদুকরী ছোঁয়া। প্রতিটি ক্লিকেই পাওয়া যাবে নিখুঁত ডিটেইল এবং জীবন্ত রঙের অপূর্ব এক সংমিশ্রণ। স্মার্টফোন ফটোগ্রাফির বর্তমান দুনিয়ায় নকিয়ার এই লেন্স প্রযুক্তি আজও এক অপ্রতিদ্বন্দ্বী নাম। স্মৃতিগুলোকে বাস্তবের মতো ফ্রেমে বন্দি করতে নকিয়া ও জেইস লেন্সের যাদু আজও এক বিশ্বয়। যাহোক Nokia X200 Ultra ক্যামেরা তে থাকছে:
- পেছনের ক্যামেরাতে: ২০০ মেগা পিক্সেল মেইন সেন্সর + ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড + ৩২ মেগা পিক্সেল টেলি ফটো লেন্স।
- সেলফি ক্যামেরাতে থাকছে ৬৪ মেগা পিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কল এবং সেলফি নিয়ে বন্ধুদেরকে তাক লাগিয়ে দেওয়া যাবে।
Nokia X200 Ultra Processor & Storage (প্রসেসর):
নোকিয়ার এই ফোনটিকে গেমারদের জন্য বিশেষ পাওয়ারে যুক্ত করা হয়েছে। এছাড়াও যারা বেশিরভাগ সময়ে অনেক টাস্ক (MultiTask) নিয়ে কাজ করে থাকেন তাদের জন্যও এটি দূর্দান্ত স্পীড ও বিরতিহীন পাওয়ার হাউস এর মত কাজ করবে। বিস্তারিত নিচে দেওয়া হলো।
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (Qualcomm Snapdragon 8 Gen 3) চিপসেট।
- র্যাম : ১২/১৬ জিবি।
- রম : ২৫৬ এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ বা ১৫ (লেটেস্ট ভার্সন)।
বিশাল ব্যাটারি ও ফার্স্ট চার্জিং (Battery):
X200 Ultra তে থাকবে ৭০০০ mAh থেকে সর্বোচ্চ 18,100 mAh ক্ষমতার বিশাল ব্যাটারি সুবিধা। এই বিশাল ব্যাটারীকে চার্জ করবে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার। একই সাথে ওয়্যারলেস চার্জিং সুবিধা। একবার চার্জ দিলে ভারী কাজেও ২ থেকে ৫ দিন পার হয়ে যাবে।
Nokia X200 Ultra 5G Price & Release Date:
যদিও নকিয়া এখনো অফিশিয়ালভাবে কোন নির্দিষ্ট ঘোষণা দেয়নি, তবে বিভিন্ন সোর্স অনুযায়ী নোকিয়ার নতুন মডেলের এই ফিচার কাপাঁনো ফোনটির বাংলাদেশ মূল্য ও আনুমানিক প্রকাশ কাল সম্পর্কে নিচে জানাচ্ছি।
- নোকিয়া এক্স২০০ বাংলাদেশী মূল্য: আনুমানিক ১,১০,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবার সম্ভাবনা রয়েছে।
- প্রকাশ কাল: ২০২৬ সালের প্রথম কোয়ার্টারের মধ্যে (জানুয়ারি থেকে মার্চ) আন্তর্জাতীক বিভিন্ন বাজারে ফোনটিকে ক্রয় করার জন্য পাওয়া যেতে পারে।
বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যতগুড় তত মিস্টি। নোকিয়া স্পেশাল আপডেট নিয়ে ফোন বাজারে আনলে কি হবে, বাংলাদেশের অনেকেরই এতদাম দিয়ে নোকিয়া ফোন কেনার মত সামর্থ নেই, কথাটা সত্য। যাহোক তবু নোকিয়ার এই ফিরে আসা কে স্বাগত জানায়। আপনি কিন্ত চাইলে বিকাশের সহজ কিস্তিতে অন্যন্য কোম্পানীর ভাল কোন স্মার্টফোনের মালিক হতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের Buy Smartphone with Bkash EMI পোস্টটি পড়ে দেখতে পারেন।



