১২টি সেরা ক্রিপ্টো এয়ারড্রপ প্রজেক্ট || কোন ইনভেস্ট ছাড়াই ২০২৬ সালে আপনাকে ধ্বনী বানিয়ে দিতে পারে | Crypto Airdrop 2026 ||
সময়ের সাথে সাথে অনলাইন আয়ের ধারণা অনেকটাই বদলে গিয়েছে। এক সময় ফ্রিল্যান্সিং বা আইটসোর্সিং শব্দটা শুনলেই মনে হতো কি না কি যেন, কতই না কষ্টের কাজ, কতই না ট্রেংনিং লাগবে শিখতে হলে বা ইনকাম করতে হলে। ব্যপারটাও ছিলোও তেমন জটিল পদ্ধতীর, দীর্ঘ কোর্স বা স্কিল শিখে তারপর আস্তে আস্তে হয়ত সফলতার মুখ দেখা যেতো। কিন্তু বর্তমান সময়ে ব্লকচেইন এবং এআই (AI) প্রযুক্তির আসার পরে সবকিছু রাতারাতি বদলে যাবার মত হয়েছে। এখন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনি আপনার আয়ের প্রধান বা বাড়তী উৎস বানিয়ে ফেলতে পারেন।
বিশেষ করে ২০২৬ সালে এসে এয়ারড্রপ (Airdrop) এবং মাইনিং (Mining) প্রজেক্টগুলো সাধারণ মানুষের কাছে প্যাসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে।
যাদের জীবনের শুরুতে বিটকয়েন মাইনিং পেয়েছেন তাদের কথা নাই বালি। তারা তো এখন দুনিয়ার স্বর্গে আছেন। এক সময়কার ফ্রি মাইনিং করা বিটকয়েনে যার একেকটার দাম এখন বাংলাদেশী টাকায় কোটি টাকার উপড়ে।
বিটকয়েন থেকে সরে এসে সাম্প্রতিক সময়ের দিকে তাকান। কোর সাতোশি (CORE), নট কয়েন (Not Coin), আইস নেটওয়ার্ক (ICE Network), এভাইভ নেটওয়ার্ক (Avive Network), ডগস মাইনিং (DOGS), সিদরা চেইন (SIDRA Back SIDRA CHAIN) বা পাই নেটওয়ার্ক ইত্যাদী মাইনিং করেছেন, তারা এসকল প্রজেক্ট থেকে কি পরিমান ফ্রি অনলাইন আয় (Free Online Ay) করেছেন তার প্রমান ইউটিউবে সার্চ করলেও পাবেন।
একেকজন ইউজার সম্পূর্ণ ফ্রি তে ১০,০০০ টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পূর্বের আর্নি এপগুলি (Earning App) থেকে ইনকাম করেছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আপনার আমার কথা বিশ্বাস নাও হতে পারে। সেক্ষেত্রে আগে ইউটিউবে গিয়ে সার্চ করে শত শত প্রমানের ভিডিও দেখে এসে তারপর আমার আর্টিকেলের বাকি অংশ পড়তে পারেন।
যাহোক, কথা দীর্ঘ্য না করি। আজকের পোষ্টে ২০২৬ সালের সেরা ১২টি ফ্রি ইনকাম এয়ারড্রপ প্রজেক্টের তালিকা দিচ্ছি। এই ১২ টি প্রজেক্টে সবচেয়ে শক্তিশালী এবং ৯৯.৯৯% পেমেন্ট কনফর্ম । প্রত্যেকটি প্রজেক্টের সংক্ষিপ্ত আলোচনা ও লিংক নিচে রেখে দিচ্ছি। লিংকে গিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে প্রজেক্টে কাজ শুরু করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হতে পারবেন। হতেও পারে আজকের পোস্ট আপনার জীবন বদলে দিবে। কারন যারা আপনার আগেই এয়ারড্রপ থেকে ইনকাম করা শুরু করে দিয়েছে তাদের অনেকেরই জীবন বদলে গেছে।
১. Pi Network (Mobile App): পাই নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মোবাইল মাইনিং প্রজেক্ট। এর বিশাল কমিউনিটি এবং নিজস্ব ইকোসিস্টেম এটিকে অন্য সব প্রজেক্ট থেকে আলাদা করেছে এবং বিটকয়েনের পরে পাই নেটওয়ার্ককে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। বর্তমানে পাই কয়েন অধিকাংশ টপ এক্সচেঞ্জে লিস্টিং অবস্থায় আছে এবং ট্রেড চলছে। সম্প্রতী তারা ইউরোপিয়ান দেশগুলিতেও তাদের লাইসেন্স অর্জন সহ ফরেক্স কারেন্সিতে ট্রেড শুরু করেছে। আনন্দের বিষয়টি হলো আপনি এখনও পাই নেটওয়ার্কের কয়েন গুলি সম্পূর্ণ ফ্রি তে ইনকাম করতে পারবেন শুধু আপনার হাতে থাকা স্মার্টফোন টি দিয়েই। পাই কয়েন মাইনিং করা জীবনের সেরা সুযোগ, তাই মিস করে থাকলে দ্রুত শুরু করুন।
২. Hot Mining (Mobile App): টেলিগ্রাম দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে হট মাইনিং (Hot Mining) অনেক বড় একটা ইকোসিস্টেমে রুপান্তরিত হয়ে গেছে। হট কয়েন মাইনিং বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম। অরিজিনাল ওয়েবথ্রী ওয়ালেট (Web3 Wallet) ফাংশান এখন পর্যন্ত আপনি কেবল তাদের ওয়ালেট সিষ্টেমেই খুজে পাবেন। সারা পৃথিবীতে তারেই প্রথম যারা কি না ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে (Decentralized Wallet) 2FA সিকিউরিটি সিস্টেম আনতে যাচ্ছে। যাহোক,হট মাইনিং এর গুনগান গেয়ে শেষ করা যাবে না। সময় নষ্ট না করে দ্রুত ফ্রি মাইনিং শৃুরু করেন। হট মাইনিং প্রজেক্টটি খুব শীঘ্রই বড় এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হতে চলেছে। জানলে অবাক হবেন যে স্বয়ং বাইনান্স (Binance Exhange) হট মাইনিং এর হট ওয়ালেটকে সাপোর্ট করে বসে আছে।
৩. INTERLINK (Mobile App): ইন্টারলিংক একটি আধুনিক মোবাইল অ্যাপ ভিত্তিক প্রজেক্ট যা ব্যবহারকারীদের ডেটা এবং কানেক্টিভিটির ওপর ভিত্তি করে রিওয়ার্ড দেয়। এটি মূলত ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের ব্যবহারকে সহজ ও লাভজনক করতে কাজ করছে। প্রজেক্টটি তাদের রোডম্যাপ অনুসারে প্রতিনিয়ত দারুনভাবে কাজে করে যাচ্ছে। এক কথা বলতে পারেন বর্তমান সময়ের আরেক ভাইরাল প্রজিক্ট হচ্ছে ইন্টারলিংক মাইনিং। এখনে মাইনারদের শুরুতেই ভেরিফিকেশান করে তবেই কাজ শুরু করতে হয়। এই প্রজেক্টে জয়েন হবার মাধ্যমে সম্পূর্ণ ফ্রি তে প্যাসিভ ইনকাম করতে পারবেন।
৪. VeryLabs (App+Node): ভেরি ল্যাবস (Very Chat Network) মূলত অ্যাপ এবং নোড মাইনিংয়ের একটি শক্তিশালী কম্বিনেশন। এটি ডেটা প্রসেসিং এবং এআই (AI) প্রযুক্তিতে অবদান রাখার বিনিময়ে ইউজারদের কয়েন প্রদান করে থাকে। যারা কম্পিউটারে নোড রান করতে পারেন না, তারা অ্যাপের মাধ্যমেও এখানে অংশগ্রহণ করতে পারছেন। এর ব্যাকএন্ড টেকনোলজি খুব উন্নত হওয়ায় এটি দীর্ঘমেয়াদে ভালো প্রফিট দিতে পারে। Verychat প্রজেক্টটি ইতিমধ্যেই তাদের নেটওয়ার্ক সেটাপ ও ট্রান্সজেকশান কমপ্লিট করেছে এবং বর্তমানে আপনি সরাসরি তাদের কয়েন মাইনিং করতে পারবেন। তাই দেরী না করে এই প্রজেক্টে দ্রুত কাজ শুরু করা উচিৎ যদি আপনি এখনও জয়েন হয়ে না থাকেন।
৫. ARO Network (NODE MINING): অ্যারো নেটওয়ার্ক মূলত একটি ডিপিন (DePIN) প্রজেক্ট যা নোড মাইনিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। এটি আপনার অব্যবহৃত ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে নেটওয়ার্ক শক্তিশালী করে এবং বিনিময়ে আপনাকে ফ্রি তে এয়ারড্রপ বা রিওয়ার্ড দেয়। আপনি যদি কোনকিছু না করে অনলাইন আর্ন (Earn Money Online) করতে চান তবে অবশ্যই এই প্রজেক্টে জয়েন হয়ে নিবেন।
৬. Hednet (NODE MINING): হেডনেট একটি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক সলিউশন যা নোড রানারদের জন্য বিশাল আয়ের সুযোগ নিয়ে এসেছে। এর বিশেষত্ব হলো এটি খুবই কম রিসোর্সে সাধারণ কম্পিউটারেও রান করা সম্ভব। বড় বড় ভেঞ্চার ক্যাপিটালিস্টদের নজর এখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ওপর। হেডনেটে আগে জয়েন করা ইউজাররা ভবিষ্যতে বড় ধরনের এয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। হেডনেট এ আপনি সকল ডিভাইসেই কাজ করতে পারবেন, মোবাইল হলে এক্সটেনশান ব্যবহার করতে পারবেন। পাশাপাশি উইন্ডোজ ও গ্রাফিক্স কার্ডের জন্য সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারের মাধ্যমে মাইনিং করলে এই প্রজেক্টে সবচেয়ে বেশী পয়েন্ট অর্জন করা যায়।
৭. Presens Network (NODE MINING): প্রেজেন্স নেটওয়ার্ক ইউজারের ডিজিটাল উপস্থিতি এবং ডেটা ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে রিওয়ার্ডস বা এয়ারড্রপ প্রদান করে। এটি একটি আধুনিক নোড প্রজেক্ট যা প্রাইভেসী এবং সিকিউরিটি নিয়ে কাজ করছে। বর্তমান সময়ে সিকিউরিটি ভিত্তিক প্রজেক্টগুলোর ডিমান্ড মার্কেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। প্রেজেন্স নেটওয়ার্কে কাজ করার মেইনলি একটা সমস্যা বা ঝামেলা রয়েছে সেটি হচ্ছে প্রতি ৫ ঘন্টা পর পর আপনার পালস PULSE পয়েন্ট ক্লেইম করতে হবে। এছাড়া প্রজেক্ট টি নতুন অবস্থায় আছে এবং তাদের এয়ারড্রপ পলিসি ভাল মনে হচ্ছে।
৮. DataHive (NODE MINING): ডাটা হাইভ মূলত বিগ ডেটা এবং ক্লাউড স্টোরেজকে (Cloud Storage) ডিসেন্ট্রালাইজড করার লক্ষ্যে কাজ করছে। এটি আপনার কম্পিউটারের স্টোরেজ শেয়ার করার বিনিময়ে মূল্যবান ক্রিপ্টো টোকেন রিওয়ার্ড বা এয়ারড্রপ টোকেন দেওয়া প্রতিশ্রুতি দিচ্ছে। DataHive Mining প্রজেক্ট এ ক্রোম এক্সটেনশান বা তাদের নিজস্ব মোবাইল এপ ইনষ্টলের মাধ্যমে খুব সহজেই ইনকাম শুরু করতে পারবেন। সবচেয়ে আকর্ষনীয় দিকটি হচ্ছে আপনার কাছে যদি একাধিক কম্পিউটার বা মোবাইল থাকে তবে সবগুলিতেই একটি একাউন্ট ব্যবহার করে বাড়তী পয়েন্ট অর্জন করতে পারবেন। যত বেশী পয়েন্ট অর্জন করতে সক্ষম হবেন, সময় শেষে তত বড় এয়ারড্রপ ইনকাম পাবার অধিকার অর্জন করবেন।
৯. OptimAi (NODE MINING): অপ্টিমআই (OptimAi) হলো একটি এআই-চালিত ডিসেন্ট্রালাইজড কম্পিউটিং প্রজেক্ট যা ব্যবহারকারীদের কম্পিউটারের অব্যবহৃত পাওয়ার ব্যবহারের সুযোগ দেয়। অপ্টিমআই পাই নেটওয়ার্কের গনিতীক হিসাবে ডাটা স্টোরেজ নিয়ে কাজ করছে। বর্তমানে যতগুলি এআই মাইনিং প্রজেক্টগুলি রয়েছে OptimAi তাদের মধ্যে ১ নাম্বার পজিশনে আছে। এই প্রজেক্টটি ইতিমধ্যে অনেক অনেক বড় বড় কোম্পানীর সাথে পার্টনারশীপ অর্জন করেছে যা থেকে বোঝাই যাচ্ছে ভবিষ্যতে ভাল একটা মূল্য নির্ধারণ হতে চলেছে তাদের ন্যাটিভ টোকেনের। তাই ভুলেও অপটিম এআই তে ফ্রি এয়ারড্রপ মাইনিং (Free Airdrop Mining) মিস করা যাবে না।
১০. Titannet (NODE MINING): টাইটান নেট (Titannet) একটি আধুনিক লেয়ার ২ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করতেছে। ইউজার রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করাই তাদের অন্যতম লক্ষ। বড় বড় ইনভেস্টরদের সমর্থন থাকায় এটি ২০২৬ সালের অন্যতম বিশ্বস্ত নোড মাইনিং প্রজেক্ট হিসেবে পরিচিতি পেয়েছে। এর রিওয়ার্ড সিস্টেম এবং টেকনিক্যাল ব্যাকআপ অত্যন্ত মজবুত, যা মাইনারদের জন্য দীর্ঘমেয়াদী লাভের সুযোগ তৈরি করে। যেহেতু এর কমিউনিটি দ্রুত বড় হচ্ছে, তাই মাইনিং ডিফিকাল্টি বাড়ার আগেই জয়েন করা বুদ্ধিমানের কাজ হবে। এটি প্যাসিভ ইনকামের জন্য একটি চমৎকার এবং নিরাপদ প্ল্যাটফর্ম হতে পারে। এক্সটেনশান ব্যবহার করে অটো ইনকাম জেনারেট করতে পারবেন।
১১. SELA (NODE MINING): সেলা (SELA) নেটওয়ার্ক মূলত ব্লকচেইন সিকিউরিটি এবং ডেটা ভেরিফিকেশন নিয়ে কাজ করছে। বর্তমানে তারা তাদের টেস্টনেট পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় তাদের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ ফ্রি তে ভবিষ্যতের জন্য আপনার এয়ারড্রপের বিতরন পরিমান নির্ধারণ করে নিতে পারেন। তবে এই প্রজেক্টে কাজ করতে হলে আপনাকে কম্পিউটার সফটওয়্যার ইনষ্টল করতে হবে এবং সেটিকে রান করে রাখতে হবে। যত বেশী আপনি অনলাইনে থাকবে ততবেশী আপনার সেলা এয়ারড্রপ পয়েন্ট জমা ততে থাকবেন। সেলা নেটওয়ার্ক (Sela Network) খুবই প্রাথমিক স্তরে আছে তাই ২০২৬ সালে এই প্রজেক্ট থেকে আশা করছি ভালই প্রফিট নিতে পারবনে।
১২. HarvestMoon (Mobile App): হার্ভেস্টমুন (HarvestMoon) হলো টেলিগ্রাম ভিত্তিক একটি অত্যন্ত জনপ্রিয় এবং সহজ মাইনিং গেম বা অ্যাপ। তবে এটি বর্তমানে শুধু টেলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা তাদের নিজস্ব ওয়ালেটের উপড় কাজ করছে। তাদের ওয়ালেটের নাম মিটিওর ওয়ালেট (Meteor Wallet)। তাদের ওয়ালেটকে আপনি Meteor Wallet Chrome Extension , Meteor Wallet Web ও Meteor Wallet Mobile App সকল প্লাটফর্মে ব্যবহার করতে পারবেন। এমনকি আপনি জেনে অবাক হবেন যে নিয়ার প্রটোকলের (Near Protocol) এটিই একমাত্র ওয়ালেট যেখানে সম্পূর্ণ ফ্রি সওয়াপ বা এক্সচেঞ্জ করতে পারবেন। ২২০২৬ এর শেষের দিকে তারা খোলাখুলি একটা বিষয় জানিয়েছে যে তারা দীর্ঘ্য মেয়াদে কাজ করতে আগ্রহী এই প্রজেক্টে তাই খানিকটা বাড়তী কয়েন মাইনিং করে নেবার সুযোগ রয়েছে।
অনেকেই প্রশ্ন করেন, ফ্রিতে কাজ করে কি আসলেই হাজার ডলার আয় সম্ভব? সম্ভবের উত্তরটি এখন আর গল্প নয়, ইউটিউবে গিয়ে এয়ারড্রপ থেকে ইনকাম (Airdrop Income) বা এয়ারড্রপ পেমেন্ট (Airdrop Payment) শব্দগুলি লিখে আপনি যদি সার্চ করেন তবে হাজারো পেমেন্ট এর প্রুমাণ পেয়ে যাবেন। এয়ারড্রপ ইনকাম মানেই সম্পূর্ণ ফ্রি অনলাইন ইনকাম (Free Online Income) । তবে হ্যা, সফলতা পেতে অবশ্যই সঠিক প্রজেক্ট টি নির্বাচন করে কাজ করে যেতে হবে এবং ধৈর্যসহকারে সময় দিতে হবে।
HistoryBD ব্লগটি সময় নিয়ে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে জানা ও পড়ার কোন শেষ নেই। জানতে জানতে শিখতে শিখতে নিশ্চয় আপনি একদিন সফলতার দেখা পেয়ে যাবেন। পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কেও হুট করে সফলতা পাইনি। যাহোক, আমাদের ব্লগের আরও কিছু আকর্ষনীয় পোস্ট চেক রতে পারেন। যদি সবেচেয় কম সময়ে অনলাইন থেকে টাকা আয় করতে চান তবে Earn $30 for 1000 Views পোষ্টটি দেখুন।



