স্যামসাং এর নতুন চমক – স্যামসাং গ্যালাক্সি ফায়ার এডজ ৫ জি ।
স্মার্টফোন দুনিয়ার রাজা স্যামসাং (Samsung Smartphone 2026): প্রতিবারই স্যামসাং কোম্পানী তাদের নতুন সব উদ্ভাবন দিয়ে গ্রাহকদের চমকে দিতে ভালই পারে। এবার তারা বাজারে আনতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy Fire Edge 5G। শক্তিশালী প্রসেসর, আকর্ষণীয় ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির এই ফোনটি ইতিমধ্যেই স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ব্যপাক আলোচনার ঝড় উঠিয়ে দিয়েছে। আপনি যদি প্রিমিয়াম লুক এবং হাই-পারফরম্যান্সের একটি নতুন স্যামসাং ফোনের (New Samsung Phone in 2026) অপেক্ষায় থেকে থাকেন তবে আজকের লেখাটিতে আপনাকে সে বিষয়েই জানাতে চলেছি।
ডিসপ্লে ও ডিজাইন: (Samsung Galaxy Fire Edge Display) তে দেওয়া হয়েছে ৬.৯ ইঞ্চির সুপার অ্যামুলেড (Super AMOLED) ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে। ফোনটির স্ক্রিন সুরক্ষা দিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭। এটি যেমন মজবুত, তেমনি এর ভিজ্যুয়াল কোয়ালিটিও ভিষণ চমৎকার, যা মুভি দেখা বা গেম খেলার মজাকে আরও পরিপূর্ণ করে তুলবে।
ক্যামেরা সেটআপ: (Samsung Galaxy Fire Edge Camera) স্যামসাং সবসময়ই তাদের ক্যামেরা কোয়ালিটির জন্য কিন্ত সেরা। স্যামসাং কোম্পানীর এই নতুন ফোনটির পেছনের প্রধান ক্যামেরাতে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেল এর বিশাল লেন্স। এছাড়া ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ১৬ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মাথা নষ্ট এক ব্যপার সেট করা হয়েছে ক্যামেরা এক্সপার্টদের জন্য। সেলফি প্রেমীদের জন্য খুবই স্পেশাল চিন্তাভাবনা নিয়ে সামনে সেট করা হয়েছে ৬৪ মেগাপিক্সেল এর একটি পাওয়ারফুল ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং: (Samsung Galaxy Fire Edge 5G Battery) সারাদিন যাতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন সে জন্য এই ফোনটিতে দেওয়া রয়েছে ৬৯০০ mAh এর একটি বিশাল লি পলিমার ব্যাটারি ক্যাপাসিটি। সাথে দেওয়া হয়েছে দ্রুত চার্জ করার জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং এডাপ্টার। যার ফলে গেমিং বা মাল্টিটাস্কিং করার সময় ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না।
মেমরি ও পারফরম্যান্স: (Samsung Galaxy Fire Edge 5G Performance) ফোনটি এই মুহুর্তে ২ টি প্রসেসর ও মেমোরী সিষ্টেমের সাথে বাজারে এসেছে। ১ টি ভেরিয়েন্ট এ পাবেন ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম (RAM) ও ৫১২ জিবি স্টোরেজ। আরও যদি স্পেস প্রয়োজন হয় তবে সেখানেও টেনশানের কোন কারণ নেই, আপনি চাইলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরও ১ টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়িয়ে নিতে পারবেন। Samsung Galaxy Fire Edge 5G Proccesor হিসেবে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ (Snapdragon 8 Gen 5), যা বর্তমানে ফোনের জগতে সবচেয়ে শক্তিশালী চিপসেটগুলোর একটি।
ফোনটির দাম: Samsung Galaxy Fire Edge 5G BD Price: ফোনটি এখনও বাংলাদেশে বেচা বিক্রি শুরু হয়নি তবে ধারনা করা হচ্ছে ২০২৬ সালে ফোনটি বাংলাদেশের জন্য রিলিজ হতে পারে। তাই সম্ভাব্য দাম হিসাবে বলা যায় যে ৮ জিবি র্যাম / ২৫৬ জিবি স্টোরেজ পড়তে পারে ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে এবং ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ আনুমানিক বাংলাদেশী টাকাতে ৮৫,০০০ থেকে ৯০,০০০ টাকার মত। তবে অবশ্যই মনে রাখবেন এটি একটি আনুমানিক দাম, অফিসিয়াল লঞ্চের পর ফোনটির প্রকৃত ফিচার বা দাম এর পরিবর্তন হতে পারে।
স্মার্টফোন টেকনোলজী সম্পর্কিত আমাদের আরও কয়েকটি পোস্ট রয়েছে আপনি চাইলে সেগুলি পড়ে দেখতে পারেন। নোকিয়ার আরও একটি লেটেস মডেল Nokia X200 Ultra 5G 2026 । বিকাশের মাধ্যমে কিস্তিতে ফোন কিনতে চাইলে পড়ুন Buy Smartphone with Bkash EMI । এছাড়াও বাংলাদেশে সরকারীভাবে একটি আইডি কাডের অধিনে মাত্র ৫ টি সিম চালাতে পারবেন? সম্পূর্ণ তথ্য জানতে পড়ুন 5 SIM Limit per NID BTRC NEW Rule ।



