পাই নেটওয়ার্কের মতো শক্তিশালী প্রজেক্ট ভেরি কয়েন । আপনি মাইনিং করছেন তো?
ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ ও মাইনিং জগতে আমরা অনেকেই পাই নেটওয়ার্ক (Pi Network) বা কোর মাইনিংয়ের শুরুতে অবহেলা করে বড় সুযোগ মিস করেছি। কিন্তু ২০২৬ সালে এসে আমাদের সামনে আরও একটি বড় সুযোগ হাজির হয়েছে, যার নাম ভেরি কয়েন (Very Coin) বা ভেরি চ্যাট (Very Chat) মাইনিং। আপনি যদি পাই নেটওয়ার্ক মিস করে থাকেন, তবে এই প্রজেক্টটি মিস করা মোটেও ঠিক হবে না কারন এটি হতে পারে আপনার জন্য একটি জীবন বদলে দেবার মত কিছু। আজকের ব্লগ পোস্টে মূলত ভেরি কয়েন মাইনিংয়ের উপড় সংক্ষিপ্ত আলোচনা ও আমার লেটেস্ট ভিডিও শেয়ার করছি।
ভেরি কয়েন কেন শক্তিশালী?
বর্তমানে সারা বিশ্বে ভেরি কয়েন প্রজেক্টটি দ্রুত ভাইরাল হচ্ছে। এর মূল কারণ হলো এর সিমিত সাপ্লাই এবং শক্তিশালী টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। প্রজেক্টটির রোডম্যাপ এবং কাজের ধরণ দেখে অনেকেই একে পাই নেটওয়ার্কের সমকক্ষ মনে করছে। যারা আমার প্রথম ভিডিও দেখে ৩, ৪ মাস আগেই জয়েন করেছিলেন, তারা ইতিমধ্যে অনেক কয়েন জমিয়ে ফেলেছেন। তবে সুখবর হলো, এখনো এটি হাফ স্টেজও পার হয়নি, তাই এখনো জয়েন করার উপযুক্ত সময় চলছে।
১৫ই জানুয়ারি পর্যন্ত ডাবল মাইনিং স্পিড:
ভেরি চ্যাট কর্তৃপক্ষ ক্রিসমাস উপলক্ষে ডাবল মাইনিং স্পিড অফার দিয়েছিল, যার সময়সীমা বাড়িয়ে ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এখনো কয়েকদিন আপনি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে কয়েন মাইনিং করতে পারবেন। যত বেশি স্পিড, তত বেশি ইনকাম। তাই দেরী না করে জয়েন হয়ে নিন। জয়েন থাকলে ভুলেও মাইনিং মিস দিবেন না।
সরাসরি ওয়ালেটে ব্যালেন্স ও নোড মাইনিং:
ভেরি কয়েনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ইনস্ট্যান্ট ওয়ালেট ট্রান্সফার সুবিধা। এখানে আপনাকে কয়েন মাইগ্রেশন বা রেশিও নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। যা মাইনিং করবেন, তা সরাসরি আপনার ওয়ালেটে জমা হবে। এছাড়া আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে নোড (Node) রান করেন, তবে এক্সট্রা বেনিফিট এবং এনএফটি (NFT) পাবেন, যা ভবিষ্যতে সেল করা যাবে।
নিরাপত্তা ও মাল্টিপল একাউন্ট সতর্কবার্তা:
ভেরি নেটওয়ার্কের সিকিউরিটি অত্যন্ত স্ট্রং। তাই ভুলেও এক ডিভাইসে বা এক ওয়াইফাইযয়ে একাধিক একাউন্ট চালানোর বা লগিন করার চেষ্টা করবেন না। এতে আপনার মূল একাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। প্রতিটি একাউন্টের জন্য আলাদা মোবাইল ডেটা এবং আলাদা ডিভাইস ব্যবহার করা নিরাপদ।
কিভাবে শুরু করবেন?
প্রথমেই নিচের থেকে একে একে সবগুলি ভিডিও টিউটোরিয়াল দেখে নিন। এরপর Very Mining Sign up লিংকে ক্লিক করে রেষ্ট্রেশন করে নিয়ে মাইনিং শুরু করে দিন। নিয়মিত মাইনিং চালু রাখবেন এবং সেটিংস থেকে ‘Mining Alert’ ও ‘Attendance Alert’ অন করে নিবেন যাতে কোনো হারভেস্ট মিস না হয়। পাশপাশি যতট সম্ভব বন্ধুদেরকে ইনভাইট করে নিজের মাইনিং পাওয়ার X11 বা X12 বৃদ্ধি করে নিন।
ফ্রি এয়ারড্রপ বা মাইনিং মানেই হলো ধৈর্য। যারা সঠিক সময়ে সঠিক প্রজেক্টে কাজ করে, দিনশেষে তারাই লাভবান হয়। ভেরি কয়েন নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
২০২৬ সালের সেরা ১২ টি প্রজেক্ট টি নিয়ে আমাদের Top 12 High Potential Airdrops and Mining Projects in 2026 পোষ্টটি অবশ্য চেক করবেন।



