Aro Network Mining

এরো নেটওয়ার্ক নোড মাইনিং এয়ারড্রপ – Aro Network

এরো নেটওয়ার্ক: ডিসেন্ট্রালাইজড ক্লাউডের ভবিষ্যৎ: আপনার ইন্টারনেট কি কখনো অলস পড়ে থাকে? কল্পনা করুন, সেই অব্যবহৃত ইন্টারনেট ব্যবহার করে আপনি আয় করতে পারবেন এবং একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নির্ভর শক্তিশালী ব্লকচেইন নেটওয়ার্কের অন্তর্ভক্ত হতে পারবেন। সেই নেটওয়ার্কের মাধ্যমে আপনার জন্য অটোমেটিকভাবে তৈরী হবে এনক্রিপ্টেড টাকা। যা আপনি বাস্তবে খরচ কেরতে পারবেন। শুরুতেই বলে নিই – সম্পূণ প্রসস ও পদ্ধতী এক্কেবারে ফ্রি। এই ফ্রি মেথড ও নেটওয়ার্ক সিষ্টেম নিয়ে এসেছে এরো নেটওয়ার্ক ( Aro Network ) ।

AroNetwork একটি অগ্রগামী ডিপিন (Decentralized Physical Infrastructure Network) প্রজেক্ট, যা শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সমর্থন পেয়েছে। এরো নেটওয়ার্ক ব্যবহারকারীদের অব্যবহৃত ইন্টারনেট ব্যান্ডউইথকে কাজে লাগিয়ে AI এবং অন্যান্য উচ্চ-ক্ষমতাসম্পন্ন অ্যাপ্লিকেশনের জন্য দ্রুত এবং দক্ষ ক্লাউড সার্ভিস প্রদান করে। এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো ঐতিহ্যবাহী ক্লাউড সার্ভিসের সীমাবদ্ধতা দূর করে একটি ব্যবহারকারী-নিয়ন্ত্রিত, দ্রুত এবং সাশ্রয়ী বিকল্প তৈরি করা।

এরো নেটওয়ার্ক কীভাবে কাজ করে?

এরো নেটওয়ার্ক ব্যবহারকারীদের তাদের ইন্টারনেট সংযোগ শেয়ার করতে উৎসাহিত করে। আপনি তাদের বিভিন্ন হার্ডওয়্যার, সফটওয়্যার বা ব্রাউজার এক্সটেনশান ব্যবহার করে এই নেটওয়ার্কে যোগ দিতে পারেন এবং মাইনিং শুরু করতে পারেন। ৪ টি কানেকশানের মধ্যে দুইটি ফ্রি : ১। কম্পিউটার এর জন্য নোড সফটওয়্যার, ২। ব্রাউজারের জন্য এক্সটেনশান।

বাকি ২ টি পেইড: যার মধ্যে রয়েছে 1. Aro POD এটিকে এই মুহুর্তে অনলাইনে অর্ডার করা যাচ্ছে। অন্যটি হচ্ছে ওয়াইফাই সিষ্টেম বা রাউটার। রাউটার ডিভাইসটি বর্তমানে ফ্যাক্টরী প্রসেসিং অবস্থায় রয়েছে।

এসকল বিষয়গুলি নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও শেয়ার করেছি। আপনি নিচে থাকা প্লে বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আশাকরি সকল বিষয় খুব সহজেই আপনার বুঝে চলে আসবে। এরপরও কোন বিষয় বুঝতে সমস্যা হলে উপড়ে থাকা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদের হেল্প নিতে পারেন। ধন্যবাদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *