২০২৬ সালের সেরা ইনকাম সাইট: প্রতি ১০০০ ভিউতে ৩০ ডলার ফ্রি অনলাইন আয়।
আপনি কি বিশ্বাস করবেন, কেবল একটি লিংক শেয়ার করেই আপনি প্রতি ১০০০ ভিউতে ৩ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ ডলার পর্যন্ত অনলাই ইনকাম করতে পারেন। বাংলাদেশি টাকায় ৩০ ডলার ইনকাম মানে প্রায় ৩৭৫০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও ব্যপারটি কিন্ত সত্য। তবে শোনা মাত্রই মনে মনে ডুগডুগী বাজালে কিন্ত হবে না। প্রত্যেকটা কাজের পেছনেই শ্রম দেওয়াটা নিশ্চিত থাকে। তবে অন্যন্য কাজের তুলনায় আজকের পদ্ধতীতে আপনি সবচেয়ে সহজভাবে অনলাইন আয় করতে পারবেন।
1000 ভিউজে ৩০ ডলার পেমেন্ট করে কথাটি সত্য তবে সেই ১০০০ লিংক এর সঠিক ভিউ আপনাকে অর্জন করতে হবে। সঠিক দেশ থেকে এবং এডভারটাইজিং সিপিএম (High CPM) আপনাকে অর্জন করতে হবে। তারপরেই কেবল সঠিক লক্ষে আপনি পৌছাতে পারবেন। এটা কোন ছু মন্তর ম্যাজিক নয় তবে আপনি চাইলে বিষয়টিকে আসলেই সত্যে রুপাপ্তর করতে পারবেন। চিন্তা নিয়েন না, পরবর্তী আলোচনাতে আমি এ বিষয়গুলি যথা সম্ভব বিস্তারিত ভেঙে বোঝানোর চেষ্টা করবো। পরবর্তীতে সময় পেলেই এই বিষয়ের উপড় সরাসরি ভিডিও টিউটোরিয়াল দেবারও চেষ্টা করবো। ইংশা আল্লাহ।
আজকের পোস্টটি মূলত Online Income from Bangladesh এর উপড় ভিত্তি করে সকল নতুন ফ্রিল্যান্সারদের জন্য তৈরী করা। সম্পূর্ণ প্রসেসটুকুতে প্রবেশ করতে হলে শুরুতেই আপনাকে লিংক শর্টেনার সম্পর্কে বুঝতে হবে। জানতে হবে লিংক শর্টেনার কি জিনিস। সহজ কথায় বোঝানোর চেস্টা করছি। আপনার কাছে থাকা যে কোন ধরনের লিংক কে বা ইউআরএল (URL) নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের মাধ্যমে ছোট করার পদ্ধতীকেই লিংক শর্টেনার বলে। লিংক শর্ট করার ফলে আপনার আসল লিংকটি তখন ঐ নতুন শর্ট লিংকটির মধ্যে গোপন অবস্থায় থাকে, যাকে কিছু লিংক শর্টেনার ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে।
এবারে ধরুন সেই শর্ট লিংকটিকে আপনি আপনার ব্লগ পোস্ট, ফেসবুক পোস্ট বা ফেসবুক গ্রুপ, ওয়েব সাইট বা ইউটিউব ভিডিওর নিচে, টিকটক ভিডিওতে বা টেলিগ্রাম গ্রুপে যেখান থেকে ক্লিক পেতে পারেন এরকম কোন যায়গায় প্রয়োজনীয় তথ্য দিয়ে শেয়ার করলেন। তারপর যখন কোন ভিজিটর বা দর্শক সেই লিংকের বিষয়বস্তু দেখার জন্য বা পাবার জন্য আপনার সেই লিংকে ক্লিক করলো। ঠিক তখুনি আপনার আসল লিংকটা দেখার আগে মাঝখানে থাকা লিংক শর্টেনার ওয়েবসাইট ভিজিটরকে এক বা একাধিক এডস (Ads) দেখাবে এবং কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ওয়েটিং এ রাখবে। এই বিজ্ঞাপন থেকে প্রাপ্ত ইনকাম এর একটা অংশ উক্ত ওয়েবসাইট নিজে রেখে আরেকটা অংশ আপনার ড্যাশবোর্ডে জাম করে দিবে। যা আপনি পরবর্তীতে উইথড্র করে নিতে পারবেন। আজকের সম্পূর্ণ আলোচনা মনোযোগ সহকারে পড়ুন নিশ্চয় আপনি ২০২৬ সালের (Free Earning 2026) সেরা এবং সহজ ইনকাম সোর্স সম্পর্কে জানতে পারবেন।
ভিউজের বেলায় রেট কম বা বেশী পাওয়া টা দেশ ভিত্তিক আলাদা হয়ে থাকে। অর্থাৎ ১০০০ ভিউস হলেই হবে না, আপনাকে High Paying Country থেকে ভিউজ বা ক্লিক পড়তে হবে। সাধারানত ইউরোপিয়ান দেশগুলি আপনাকে উচ্চ পেমেন্ট প্রদান করে থাকে। আরেকটু বুঝিয়ে বলি: ধরুন আপনার সেই লিংকে বাংলাদেশ বা ইন্ডিয়ার মত দেশ থেকে ১০০০ ক্লিক পড়লো বা ভিউজ হলো সেক্ষেত্রে ইনকাম হবে ১ ডলার থেকে সর্বোচ্চ ৫ ডলার বা কোন কোন সাইটে তারও কম।
কিন্ত যদি ১০০০ লিংক ক্লিক আমেরিকা থেকে আসে অর্থাৎ ১০০০ জন আমেরিকান লোক যদি আপনার লিংকটি ভিজিট করে তবে ইনকাম আসবে ১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ ডলার পর্যন্ত। কারণ USA Ads CPM বা এডস রেট বেশী থাকে। তাই এখানে ইনকাম ও বেশী হয়। ইউটিউব ভিডিও এডসের ক্ষেত্রেও কিন্ত তারা এইভাবে পেমেন্ট করে থাকে। এই জন্যই দূর্বল দেশ থেকে অনেক ভিউজ হলেও ইনকাম কম হয়। আশা করছি বিষয়টি এবারে ক্লিয়ার।
আপনার লিংক শর্টেনার ওয়েবসাইট টি কোন দেশের জন্য ১০০০ ভিউজে কত ডলার দিবে Home পেজে গিয়ে Payout Rates অপশনটি চেক করে দেখে নিতে পারবেন।
অনলাইন ইনকাম টিপস ২০২৬: লিংক শর্টেনার সাইটগুলির মাধ্যমে যদি আপনি ইনকাম করতে চান তবে অবশ্যই আপনাকে এমন কোন লিংক তৈরী বা শেয়ার করতে হবে যাতে একজন ভিজিটর ক্লিক করতে আগ্রহী হয়। আপনি যেকোন লিংক দিলেন আর ভিজিটর লাফায়ে ক্লিক করলো এমন হতেই পারে না। আপনার লিংকে এমন কিছু থাকতে হবে যা ভিজিটরের প্রেয়োজন। কয়েকটা উদাহারন নিচে দিচ্ছি:
- ধরুন একটা পেইড সফটওয়ার যা টাকা দিয়ে কিনতে হয় আপনি ফ্রি ডাউনলোড করার লিংক দিলেন।
- একটা মুভি বা নাটকের লিংক যা সহজে খুজে পাওয়া যায় না, কিন্ত ইন্টারেস্টিং সেটিকে আপনি আপলোড করে তার লিংকটা শর্ট করে দিলেন।
- ধরুন udemy তে একটা কোর্স ৭০ ডলারে বিক্রি হচ্ছে। আপনি সেই কোর্সটিকে কোনভাবে ম্যানেজ করে গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা শর্ট করে দিলেন।
- কোন কোড বা মেসেজ যেটা প্রয়োজনীয় বা আকর্ষণীয় সেগুলিকে লিংক শর্ট করে দিলেন।
অল্প কিছু উদাহারণ আপনাদের জন্য উপড়ে দিলাম। নিজের বুদ্ধি দিয়ে বাকিটুকু আপনারা খুজে নিবেন যে কি ধরনের লিংক শেয়ার করলে ইউজার বা ভিজিটর অবশ্যই কস্ট হলেও আপনার লিংকের শেষ অবধি পৌছাতে চেস্টা করবে আর সেখান থেকে আপনার ইনকাম হবে।
বিশেষ সতর্কতা: বাজে মানুষের ব্রেন এখন বাজে লিংক শেয়ার করার দিকে ছুটবে। প্রথম কথা হচ্ছে – না খেয়ে থাকেন সেও ভালো হারাম ইনকাম করা থেকে বিরত থাকেন। ‘হারামে আরাম নাই, হারামে বরকত নাই’ কথাটি অবশ্যই চিরন্তন সত্য। দ্বিতীয় কথা হচ্ছে – অধিকাংশ লিংক শর্টেনার ওয়েবসাইট বাজে লিংক বা খারাব কন্টেন্ট সমর্থন করে না, তাই আপনি প্রাপ্ত বয়স্কদের জন্য লিংক শেয়ার করলে আর্নিং সহ আপনার একাউন্ট তারা ডিলেট করে দিবে।
এবারে আর কথা না বাড়িয়ে ২০২৬ সালের জন্য হাই পেয়িং কয়েকটি লিংক শর্টেনার সাইট শেয়ার করছি। ওয়েবসাইটের Signup বা Register অপশনে গিয়ে আপনার ইমেইল ও নতুন কোন পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে ড্যাশবোর্ডে গেলেই লিংক শর্টকরার অপশন দেখতে পাবেন। অনলাইনে এই মুহুর্তে অনেক ফেক সাইট রয়েছে। আমার উল্লেখকৃত সাইটগুলির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অল্প ইনকাম (১ ডলার থেকে ৫ ডলার) হলেও পেমেন্ট নিতে পারবেন এবং সেটি ও বাইনান্স এ বা USDT BSC নেটওয়ার্কের মাধ্যমে।
Linkvertise: প্রথম নাম্বারে যেই সাইটটি শেয়ার করেছি তা অনেক পুরনো কিন্ত সারা বিশ্বের কাছে ট্রাস্টেড লিংক শর্টেনার সাইট হিসাবে পরিচিত। এই সাইটটির সাথে আমি নিজে সেই ২০১৪ থেকে কাজ করেছি এবং একাধিক পেমেন্ট ও গ্রহন করেছি। যদি আপনি চান আপনার দর্শক বোরিং ফিল না করুক, লিংকে যাবার জন্য অতিরিক্ত পরিশ্রম না করুক, অতিরিক্ত ঝামেলা না করে মাত্র ৫ সেকেন্ড এর মধ্যে তাকে লিংক দিবেন তবে এই সাইট টি বেষ্ট। যেহেতু ঝামেলা কম তাই ইনকাম টাও এজন্য কম পাবেন। বাংলাদেশ থেকে আগে ৫ ডলার হলেই পেমেন্ট নেওয়া যেত। তবে বর্তমানে বাংলাদেশী ইউজারদের জন্য ব্যাংক সিস্টেম ছাড়া পেমেন্ট নেবার সুযোগ নাই। এবং ব্যাংক পেমেন্ট নিতে হলে আপনার একাউন্ট ড্যাশবোর্ডে কমপক্ষে ১০০০ ডলার ইনকাম জমা হতে হবে।
Shrinkme: দ্বিতীয় নাম্বারে যেই সাইটটির সাথে পরিচয় করাবো সেটি হচ্ছে শ্রিংকমি। এই সাইটটিও বেশ জনপ্রিয় এবং ট্রাস্টেড। জয়েন হবার সাথে সাথেই ১ ডলার বোনাস আপনার একাউন্টে জমা করে দেওয়া হবে এবং প্রথম উইথড্রয়ালে সেই ডলারটা উঠিয়েও নিতে পারবেন। মাত্র ৫ ডলার ইনকাম হলেই বাইনান্সে বা ইউএসডিটি তে পেমেন্ট নিতে পারবেন। Shrinkme Link Shortner সাইটি টি ১০০০ ইন্ডিয়ান ভিউ ত $4.5 এবং 1K USA Views এ $12 পেমেন্ট দিয়ে থাকে।
Revlink: তৃতীয় নাম্বারে যেই সাইটটির কথা বলবো সেটি হচ্ছে রেভলিংক। এটিও একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত লিংক শর্টেনার ওয়েবসাইট। ১২ টির মত পেমেন্ট সিষ্টেমে এবং মাত্র ১ ডলার হলেও এই সাইট থেকে পেমেন্ট নেওয়া যায়। রেভলিংক সাইট টি ব্যবহার করে 1K USA Views এ সর্বোচ্চ $30 পর্যন্ত ও পেমেন্ট করে থাকে। আর যদি বাংলাদেশী ভিউজ হয়ে থাকে তবে 1000 ভিউজে $6 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।
Cuty: ৪ নাম্বারে যেই সাইটিকে আপনাদের জন্য উল্লেখ করবো সেটি হচ্ছে কিউটি লিংক শর্টেনার। যথেষ্ঠ ভাল মানের একটি ওয়েবসাইট। সকল দেশের জন্য ভাল একটা ফ্লাট রয়েছে। 1K USA Views এ $12 ডলার পর্যন্ত পেমেন্ট পাবেন। আকর্ষনীয় এবং ইউজার ফ্রেন্ডলি ড্যাশবোর্ড পাবেন কাজ করার জন্য। পেপাল বা পলিগন নেটওয়ার্কের ইউএসডিটি USDT মাত্র ৫ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন।
EXE: আমাদের ৫ নাম্বারে যেই সাইট টি রয়েছে তার নাম হচ্ছে ইএক্সই (EXE Link Shortener) লিংক শর্টেনার ওয়েবসাইট। এই সাইটটি অনলাইনে বেশ পরিচিত লিংক শর্টেনার পদ্ধতী ব্যবহার করে ইন্টারনেট থেকে ইনকাম করার জন্য। এই সাইটে আসল লিংকে পৌছানো ভিজিটরদের জন্য খানিকটা কঠিন কারন তারা এডের পরিমান টা বেশী দেখায়, পাশপাশি তাদের ইনকাম ও কম। যেমন বাংলাদেশী 1000 ভিউজে মাত্র $2 আর ইন্ডিয়ান ১০০০ ভিউজের ক্ষেত্রে মাত্র $1.5 দিয়ে থাকে। লিস্টের বাইরের অন্যন্য দেশের জন্য $3.20 করে। যাহোক, মাত্র ৫ ডলার হলে পেপাল (Paypal), বিটিকয়েন (Bitcoin) অথবা USDT তে পেমেন্ট নিতে পারবেন।
বসে না থেকে চাইলে কাজে লেগে পড়তে পারেন। কাজ শুরু করার জন্য বেশী কিছুর প্রয়োজন নেই। প্রথমে মানসিক সিধ্যান্ত নিন এরপর হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার যে কোন একটি ডিভাইস ও ইন্টারনেট কানেকশান থাকলেই হবে। নিচে দুইটি টেলিগ্রাম লিংক দিচ্ছি আপনাদের জন্য। যেখানে আপনি আপনার কাছে থাকা লিংক শেয়ার করতে পারবেন। তবে অবশ্যই সেই লিংকটিতে কি আছে সে বিষয়টি সংক্ষেপে উল্লেখ করবেন যাতে অন্য কেও জেনে বুঝে ক্লিক করতে উৎসাহিত হয়।
আমাদের HistoryBD ব্লগে অনলাইন ইনকামের আরও বেশ কিছু পোষ্ট রয়েছে, চাইলে নিচের লিষ্টটি চেক করে আপনার প্রয়োজনীয় পোষ্টটি ভিজিট করতে পারেন।
- আপনার ওয়াইফাই দিয়ে অটো ইনকাম করতে চাইলে আমাদের OptimAi Node কম্পিউটার ওয়াইফাই দিয়ে সহজ অনলাইন ইনকাম পোষ্টটি পড়ে দেখুন।
- WiFi থেকে অটো আর্নিং করতে এরো নেটওয়ার্ক নোড মাইনিং এয়ারড্রপ – Aro Network পোস্ট টি পড়ে দেখুন।
- কোন কাজ না করে হাতে থাকা ফোনটি দিয়ে খুব সহজে ইন্টারনেট থেকে টাকা আয় করতে Top 12 High Potential Airdrops and Mining Projects in 2026 পোস্ট টি পড়ে দেখতে পারেন।
- আপনি যদি ঘুমিয়ে থেকেই অনলাইনে টাকা আয় করতে চান তবে ঘুমিয়ে থেকেও ইনকাম পোস্টটি দেখুন।




খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
The potential to earn $30 per 1000 views is really intriguing! It would be helpful to learn more about the best practices for targeting the right audience and ensuring those views come from high-CPM countries. Looking forward to more details in future posts!
Vai video tutorial holea Valo hoto
Such a useful explanation saved me a lot of time. Thanks!