৫ ডলার বোনাস সহ এখনই একটি মাষ্টার কার্ড নিয়ে নিন – পেমেন্ট করুন অনলাইনে, যেকোন বুথ থেকে টাকা ও তুলতে পারবেন।
আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, ফ্রিল্যান্সিং করি বা আউটসোর্সিং করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনে অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে একটি ভিসা কার্ড বা একটি মাষ্টার কার্ডের প্রয়োজনীয়তা যে কতটুকু তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্ত বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক মানের ডুয়েল কারেন্সি ভিসা মাস্টার কার্ড সংগ্রহ করা অনেকটাই ঝামেলার। একটা সময় এই ব্যপারটি বাংলাদেশে প্রায় অসম্ভব ছিলো তবে প্রযুক্তির অগ্রগতীর ফলে এখন তা সম্ভব হয়েছে তবে, এখনও রয়ে গেছে বিস্তর ঝামেলা শর্তাবলী।
বাংলাদেশের কিছু ব্যাংক তাদের সার্ভিসে ডুয়েল কারেন্সি সার্ভিস চালু করলেও অন্যতম শর্ত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। বাংলাদেশে ৮০% জনগনের তা নেই। আছে কেবল আইডি কার্ড। যা দিয়ে কেবল বাংলা টাকা বা বাংলা কারেন্সি ব্যবহারের বেশী আর কিছু করা সম্ভব হয় না। এছাড়াও কোন কোন ব্যাংক এক্সট্রা ডিপোজিট চায় যেমন, ২ লক্ষ টাকার কম বা বেশী। কোন কোন ব্যাংক পাসপোর্টে কোন দেশ ভ্রমন করেছেন কি না তার প্রমান চায়। এরকম বেশ কিছু ঝামেলা রয়েছে এখনও।
আজকের পোষ্টটিতে আমি আপনাদের কে জানাতে চলেছি একেবারে ঝামেলাহীনভাবে মাত্র ১০ মিনিটে কিভাবে আপনি একটি ডুয়েল কারেন্সি মাষ্টার কার্ড নিয়ে নিতে পারবেন এবং সারাদুনিয়ার সকল অনলাইন সেক্টরে পেমেন্ট ও করতে পারবেন। কার্ড রিচার্জ ও করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে Adminswap ওয়েবসােইটের মাধ্যমে।
কার্ড পাবার জন্য শুরুতেই নিচের লিংক থেকে আপনার যেকোন ইমেইল ব্যবহার করে রেজিষ্ট্রেশন করে নিবে এবং এরপরই সঠিক তথ্য ও আপনার আইডি কার্ড সাবমিট করে একাউন্টটি ভেরীফাই করে নিবেন। এ বিষয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল রয়েছে আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া হলো।
এতক্ষণ ধরে আমরা যেই মাস্টার কার্ডটির কথা বর্ণনা করে আসছিলাম সেটি হলো RedotPay কোম্পানীর ভিসা মাস্টার কার্ড। আপনার যদি RedotPay এর একটি কার্ড ইতিমধ্যেই থেকে থাকে তবে আর নতুন করে আবেদর করার কোন দরকার নাই। যদি না থেকে থাকে সেক্ষেত্রে উপড়ের লিংক ব্যবহার করে এখনই একিট কার্ড নিয়ে নিন। RedotPay শুধু ভার্চুয়াল কার্ড ই প্রদান করে না আপনি চাইলে ফিজিক্যাল কার্ড ও অর্ডার করতে পারেন। তবে ফিজিক্যাল কার্ডের জন্য আপনাকে গুনতে হবে ১০০ ডলার। তাই ফিজিক্যাল না নেওয়াটাই বেটার বলে মনে করি।
RedotPay কার্ড রিচার্জ :
আপনার কাছে যদি RedotPay এর যে কোন একটি কার্ড থাকে আর আপনি তাতে ডলার ডিপোজিট করতে চান তবে বিভিন্ন উপায়ে তা করতে পারবেন। বাইনান্স বা অন্যন্য ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে। অথবা সরাসরি Adminswap ওয়েবসােইটে অর্ডার প্লেস করার মাধ্যমে। কেবল খেয়াল রাখবেন ফেসবুকে কিছু অসাধৃ ব্যবসায়ী এড দিয়ে খুবই কম দামে আপনাকে ডলার দেবার কথা বলে টাকা পাঠাতে বলবে কিন্ত আদৌ তারা আপনাকে ডিপোজিট করে দিবে না। তাই ২ একটাকা বেশী খরচ হলেও বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করবেন।
RedotPay কার্ড সম্পর্কে আরও কোন তথ্য জানার থাকলে নিচে কমেন্ট করবেন। আপনার কোন পরামর্শ থাকলেও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধরন্যবাদ।