পাই নেটওয়ার্কের নতুন আপডেট – অর্জিত হলো গুরুত্বপূর্ণ লাইসেন্স!
পাই নেটওয়ার্ক (Pi Network) পরিবারের জন্য চলে আসলো দারুন এক সংবাদ। যা এখন টুইটারে ভাইরাল। আমাদের বিশ্বাসকে আর শক্তিশালী করতে প্রুপার রেগুলেশন এবং আইনি বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে পাই নেটওয়ার্ক আরও একধাপ এগিয়ে গেল। খুশীর সংবাদটি হচ্ছে পাই নেটওয়ার্ক Prighter এর মাধ্যমে ইউরোপিয়ানভাবে তাদের নতুন লাইসেন্স বা কমপ্লায়েন্স ভেরিফিকেশন সম্পন্ন করে নিয়েছে। যাঁরা হয়ত ভাবছিলেন পাই নেটওয়ার্কের কোন ভবিষ্যৎ নাই, তাদের মুখ হয়ত আরো একটু কালো করার সময় এসে গেছে।
GDPR লাইসেন্স বা ভেরিফিকেশন আসলে কী?
Prighter মূলত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা বিভিন্ন কোম্পানিকে বিশেষ করে ডেটা প্রোটেকশন (GDPR) এবং রেগুলেটরি কমপ্লায়েন্স লাইসেন্স প্রদান করে এবং আন্তর্জাতিকভাবে ইউজারদেরকে নিরাপত্বা নিশ্চিত করতে সাহায্য করে। পাই নেটওয়ার্কের এই ভেরিফিকেশন অর্জন করার মাধ্যমে ইউরোপিয়ান জনগন সহ সকল ইউজার এখন আরও নিশ্চিন্তে পাই নেটওয়ার্কের সাথে পথ চলতে সাহস পাবে। Prighter GDPR বিভিন্নভাবে ব্যবহারকারীদেরকে সুরক্ষা দিবে। যেমন,
- ডেটা নিরাপত্তা: পাই নেটওয়ার্ক তাদের ইউজারদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে। যারফলে আন্তর্জাতিকভাবে কেও আর এখন পাই নেটওয়ার্কের নামে ঠুশ করে একটা স্ক্যাম কেইস ঠুকে দিতে পারবে না। কারণ পাই টিম ও আর সেই সুযোগ রাখলো না।
- বৈধতা: একই সাথে পাই নেটওয়ার্ক টিম যে স্বচ্ছতার সাথে এগিয়ে যাচ্ছে আর তাই আধুনিক বিশ্বের আইনি কাঠামোর সাথে সংগতিপূর্ণ ভাবে সংযুক্ত হওয়াটা অনেক গরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
পাই নেটওয়ার্কের সত্যিকারের মেইননেট লঞ্চ ঘোষনা আসার আগেই এই ধরনের লাইসেন্স অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাখো হতাশাগ্রস্থ ইউজারদের মনোবল ফিরিয়ে আনতে এরকম একটি আপডেট নিয়ে আসা খুবই জরুরী ছিলো। প্রমাণ হলো যে পাই কোর টিম শুধু শুধু পর্দার আড়ালে বসে নেই তারা প্রকল্পের আইনি ভিত্তি অন্যন্য গঠন তৈরীতে কাজ চালিয়ে যাচ্ছে।
আমাদের করণীয় কী?
পাই টিম বসে নাই এইটা প্রথমে মাথায় নিয়ে নিন। পাই নেটওয়ার্ক এখন প্রতি মুহুর্তে চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। তাই পাই কয়েন মাইনিং নিয়মিত রাখুন। কোনভাবেই অবহেলা করবেন না। যাদের পিসি বা ল্যাপটপ আছে সম্ভব হলে নোড মাইনিং করুন। সম্ভব হলে কিছু অর্থ নিজের রিস্কে ইনভেস্ট করে রাখুন। পাই কোর টিম এত কিছু হারিয়ে যাবার জন্য করছে না। বিশ্বাস রাখুন এবং পাই নেটওয়ার্কের সাথে লেখে থাকুন। আল্লাহর রহমাতে সফলতার মুখ একদিন আমরা নিশ্চয় দেখতে পাবো।




