পাই নোড রান করবেন না ইনভেস্ট, কোনটি বেশী লাভজনক হতে পারে?
পাই নেটওয়ার্ক এর ফ্যান ফলোয়ারস নিয়ে আজকের পোস্ট নয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতেই আজকের পোস্টটি লিখতে বসা। ২০২৫ সাল তো প্রায় শেষের দিকে। ২ দিন পরেই নতুন বছর ২০২৬ এর সাথে পথ চলা শুরু হবে আমাদের। পাই নেটওয়ার্ক নিয়ে আমরা যারা ২০২৫ সাল কাটিয়ে দিলাম ২০২৬ সালটা নিয়ে একটু ভাবা দরকার নয় কি? আজকের পোস্ট এর মূল আলোচনা হবে কম্পিউটারে পাই নোড চালানো না সরাসরি পাই কয়েন ক্রয় করে রাখা, কোনটি ভবিষ্যতের সবচেয়ে ভাল প্রফিট দিতে পারে?
ক্রিপ্টো জগতের অধিকাংশ টোকেন বা কয়েনই কিন্ত এখন ভাল পরিমান ডাউন। তার অন্যতম কারন হচ্ছে বিটকয়েনের দামে পতন। সকল কন্ডিশনের ফাঁকে পাই নেটওয়ার্ক নিয়ে এখনো পাই মাইয়োনিয়ার ও ইনভেস্টরদের মনে চলছে নানা গুঞ্জন ও উত্তেজনা। পাই কয়েনের দাম এখন তুলনা মূলক অনেক কম তবে আমরা সকলেই জানি একদিন না একদিন ঠিকই পাই কয়েনের দাম বাড়বে। আর হয়ত সেদিন আমরা আমাদের কাংখিত প্রফিট করতে পারবো। কিন্তু ততদিনে আমাদের সকলেরই প্রচেস্টা হচ্ছে কিভাবে আরও বেশী করে পাই কয়েনের মালিক হওয়া যায়। যে কারনে ফোন ইউজার রা রেগুলার মাইনিং করে যাচ্ছি। অন্যদিকে যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা নোড রান করে বাড়তি কিছু পাই কয়েন সংগ্রহ করছি। আসলে কোনটি বেশী প্রফিটাবল হতে পারে ভবিষ্যতের জন্য? নোড রান করা নাকি কিছু ইনভেস্ট করে রাখা! চলুন নিচে আরও বিস্তারিত বুঝি।
১. পাই নোড চালানো: প্রথমেই দেখি নোড রান করার বিষয়টি। বাংলাদেশে যে পরিমান লোড শেডিং সমস্যা। এছাড়াও অধিকাংশ মাইনারদের পিসি বা ল্যাপটপ নাই। তাছাড়া নোড মাইনিং একটি দীর্ঘ্য মেয়াদী প্রসেস। হার্ডওয়্যারের ক্ষয় ও বিদ্যুৎ বিল তো আছেই। আরও প্রয়োজন হাই স্পিড এর ইন্টারনেট কানেকশান। সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনি যদি ২৪ ঘন্টা একটিভ থাকেন তবে বিনিময়ে প্রতি মাসে পাওয়া যেতে পারে প্রায় ৬০ থেকে ১০০ টি পাই এর মত। বোনাস সহ। এবং এটিকে আমি বাংলাদেশী ভাইদের মাইনিং ম্যাটার হিসাব করে বলতেছি।
নোড মাইনিং থেকে পাই কয়েনের মধ্যে আবার একটা ফ্যাক্ট আছে , সেটি হলো রিওয়ার্ডগুলো পিরিয়ডিক মাইগ্রেশনের সাপেক্ষে দেওয়া হয়। তারমানে নোড মাইনিং বোনাস পাইগুলি কিন্ত সব একসাথে আনলক হচ্ছে না। ওয়ালেটে মাইগ্রেট হয়ে পৌছতে বেশ খানিকা সময় লাগবে। এমতাবস্থায় ধরুন হঠাৎ করে পাইয়ের দাম ৫ থেকে ১০ গুণ বেড়ে গেলো বা পাম্প হল। অমন একটা দূর্দান্ত পরিস্থিতিতে আপনার কিন্ত হাত বাধাঁ। চাইলেও আপনি সাথে সাথে সেল করতে পারবেন না। দেখাগেলো যে এমন একটা সময় আপনার পাই কয়েনগুলি ওয়ালেটে পৌছুলো যখন পাই কয়েনের দাম পুনরায় ডাউন।
২. সরাসরি পাই কেনা: এবারে চলুন একটু পাই কিনে রাখার হিসাবটা দেখি। আমরা যদি পাই কয়েনে সরাসরি একটা এমাউন্ট ইনভেস্ট করি। সেক্ষেত্রে প্রথম লাভ হচ্ছে পাই নেটওয়ার্ক কে লিকুইডিটি সাপোর্ট দেওয়া পাশাপাশি তাড়াতাড়ি লাভ গ্রহনের প্রস্ততি নিয়ে রাখা। বর্তমানে এক্সচেঞ্জ রেট অনুসারে পাই কয়েনের দাম যাচ্চে ০.২০ এর উপড়ে বা নিচে। সেই হিসাবে নোড মাইনিং করে মাসে যদি ১০০ টি পাই ও পাই যারা দাম বর্তমান মূল্যে মাত্র ২০ থেকে ২২ ডলার। যদিও বলে রাখি বাংলাদেশে বসে নোড মাইনিং থেকে ১০০ টি পাই প্রতি মাসে ইনকাম করা খানিকটা কঠিন ব্যপার। তারপরও ধরুন আপনি ২০ ডলার মূল্যের পাই কয়েন প্রতি মাসে নোড থেকে মাইনিং করতে পারবেন। অন্যদিকে একটু চেস্টা করলে কয়েক মিনিটের মধ্যে মাত্র ২০ ডলার খরচ করে ১০০ টির বেশী পাই কয়েনের মালিক আপনি হয়ে যেতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখনই পাই কয়েনের দাম উচুতে পৌছে যাবে আপনি বিনা বাধায় সাথে সাথে লাভ সহ সেল করতে পারবেন।
ফাইনালি আমার মতামতটি শুনুন: যদি আপনি দীর্ঘ্য বছরের জন্য নিশ্চিত থাকতে পারেন। এবং ভাল ডিভাইস সাপোর্ট এ আপনি সময় দিতে পারেন তবে অবশ্যই পাই নোড মাইনিং করে যেতে পারেন। কারন পাই কয়েন ইনকামের ফ্রি সোর্স হচ্ছে পাই কয়েনের নোড মাইনিং করা। তবে আপনার যদি এত ঝামেলা বহন করার মত পরিবেশ না থাকে তবে আমার পরামর্শ ধাপে ধাপে পাই কয়েনে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি হয়ত শর্ট টাইমে আরও ভাল প্রফিট করতে পারবেন।
বি:দ্র: ক্রিপ্টো ইনভেস্ট মারাত্বক ঝুকিপূর্ণ। সুতরাং নিজে সম্পূর্ণ বুঝে তারপর হয় দূরে থাকবেন না হয় ইনভেস্ট করবেন বা ঝুকি নিবেন।
সম্পূর্ণ রিস্কমূক্ত পদ্ধতী হচ্ছে ফ্রি তে পাই কয়েন মাইনিং করা। এবং সেটি আপনি এখনও করতে পারবেন এবং আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি দিয়েই। ফোন দিয়ে পাই কয়েন মাইনিং শুরু করার বিস্তারিত তথ্য জানতে আমাদের আর্নিংষ্টার টেলিগ্রামের পোস্টটি চেক করুন।




But Pi Migreat Step 9 হলুদ হয়ে আছে,, এটা হবে কি Complete, এর আপডেট দেন
হবে কোন সমস্যা নাই। অপেক্ষা করেন।
গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাউদ ভাই আপনার সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ আপনার গুরুত্বপূর্ণ আপডেট এর জন্য অপেক্ষা করি পাই নেটওয়ার্ক স্বপ্ন পাই নেটওয়ার্ক আমার ভবিষ্যৎ পাই এর সঙ্গে আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ