US Seizes 600,000 Bitcoins from Venezuela

US Seizes 600,000 Bitcoins from Venezuela?

সরবরাহ ও চাহিদা (Supply & Demand) অনুযায়ী একটা ধারনা দিচ্ছি: আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট (DOJ) যদি এই পরিমান (Venezuela’s 600K Bitcoin) বিটকয়েনগুলো জব্দ করে এবং বাজারে একযোগে বিক্রি করার ঘোষণা দেয় বা ধরুন গোপনে বিক্রি করে দেয় তবে বিটকয়েনের দামে বিশাল পতন নিশ্চিত মাথায় রাখেন। বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এত বিশাল পরিমাণ বিটকয়েন সাপ্লাই কোন একক মালিকানা বা প্রতিষ্ঠানের হাতে চলে যাওয়া মানে ক্রিপ্টো মার্কেটের উপড় কালোছায়া পড়ার মত।

আর তাই অনুমান করা যাচ্ছে যে ভেনিজুয়েলার এই বিটকয়েন রহস্য সমাধান না হওয়া পর্যন্ত ক্রিপ্টো মার্কেট অত্যন্ত অস্থিতিশীল থাকতে পারে। তাই ছোট বিনিয়োগকারীদের উচিত হবে সকল প্রকার লেভারেজ ট্রেড (Future Trade) থেকে দূরে থাকা, এমনিতেও ফিউচার ট্রেড জুয়া খেলার মত তাই এটি ইসলাম অনুসারীদের জন্য হারাম। একই সাথে স্পট ট্রেড (Sport Trade) ও খুবই সতর্কতার সাথে নেওয়া উচিৎ হবে। প্রয়োজনে ডলার হাতে রেখে সঠিক সময়ের অপেক্ষা করাটাই শ্রেয় হবে।

2 Comments

  1. Tushar

    Thank you so much bhai
    For your valuable information

Leave a Reply to Omlan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *